‘লাভ অ্যান্ড সেক্স’ শুটিংয়ের আগে এই অভিনেত্রীর জন্য আলাদা করে জুতা বানাতে হয়েছে

তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ‘জেমস বন্ড’ সিনেমার জন্য। সিনেমাটিতে খল চরিত্রে ক্যারিশমাটিক অভিনয়ের জন্য ভক্তদের কাছে আলাদা করে পরিচিতি পান। এই চরিত্রের জন্য কখনো তাঁকে শুনতে হয়েছে ‘ভয়ংকর ভিলেন’ উপাধি। সেই আলোচিত অভিনেত্রী ফামকে ইয়ানসেনের আজ জন্মদিন। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে দেখে নিতে পারেন জানা–অজানা বিষয়গুলো।
১ / ৫
এই অভিনেত্রী ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। পরে নাম লেখান অভিনয়ে। অভিনয়ে সফল হওয়ার পর তিনি নির্মাণ ও লেখালেখিতে এসেছেন।
ছবি: আইএমডিবি
২ / ৫
ক্যারিয়ারে তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয়, ‘বুদ্ধিদীপ্ত, স্বাধীনচেতা ও চরিত্র নির্বাচনে সাহসী অভিনেত্রী’ কথাগুলো।
ছবি: আইএমডিবি
৩ / ৫
আলোচিত হলেও তিনি মূলত ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই।
ছবি: আইএমডিবি
৪ / ৫
মজার ব্যাপার হচ্ছে, এই অভিনেত্রীর পা একটু বড়। তাঁর জন্য প্রয়োজন হয় ১১ সাইজের জুতা। এই নিয়ে কখনো কখনো বিপাকে পড়তে হয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে। যে কারণে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান শুটিংয়ের আগে তাঁর জন্য আলাদা করে জুতা তৈরি করে। ‘গোল্ডেনআই’, ‘লাভ অ্যান্ড সেক্স’সহ একাধিক সিনেমার তাঁর জন্য বিশেষভাবে জুতা তৈরি করতে হয়েছে।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
এই অভিনেত্রীর জন্ম ১৯৬৪ সালের ৫ নভেম্বর। বেড়ে উঠেছেন নেদারল্যান্ডসে। ১৯৮৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ১৯৯২ সালে ‘ফাদার অ্যান্ড সন্স’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন।
ছবি: আইএমডিবি