এক মাস সাহানার গান, কথা সব বন্ধ, কারণ...
খবরটা নিঃসন্দেহে সাহানা বাজপেয়ীর ভক্তদের কষ্ট দেবে। তাঁদের প্রিয় শিল্পী এক মাসের জন্য কথা বলতে পারবেন না। তার মানে গানও গাইতে পারবেন না এ শিল্পী। প্রতিদিনই গান গাওয়া, আড্ডাবাজ সাহানাকে পালন করতে হবে এক মাসের ‘মৌনব্রত’। নিজেই ফেসবুকের দেওয়ালে এ কথা জানিয়েছেন সাহানা বাজপেয়ী।
গতকাল শুক্রবার ফেসবুকে দুই বাংলার সুপরিচিত সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী লিখেছেন, ‘আমার গলায় স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়। এ পরীক্ষার ফলাফলে জানতে পারি, আমার ভয়েস বক্সে হেমারেজ হয়েছে। আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে গলাকে। প্রায় এক মাস গান গাইতে পারব না, কথা বলতে পারব না, চিৎকারও করতে পারব না। আমার এই অবস্থায় দয়া করে আপনারা আমার পাশে থাকুন। আমিও চেষ্টা করব মূক আমিটার পাশে থাকতে। এই আমিটাকে আমি যে চিনিই না! এই সম্পূর্ণ অজানা আমিটাকেও আমাকে জানতে হবে। যাঁদের ওপর আমি চিৎকার করে উঠি, তাঁরা দয়া করে আমার ধারেকাছে ঘেঁষবেন না এখন।’
সাহানার পোস্টের মন্তব্যের ঘরে গায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচিত, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকে এমনও লিখেছেন, এ রোগে গলাকে বিশ্রাম দেওয়া ছাড়া সেরে ওঠার অন্য কোনো পথ নেই। ভক্তদের পরামর্শ, ‘আপনি অবশ্যই বিশ্রাম নেবেন, নিজের খেয়াল রাখবেন।’
একাধিক সূত্রে জানা গেছে, কণ্ঠের অতিরিক্ত ব্যবহারের ফলে এ ধরনের হেমারেজ হয়। বিশ্রামসহ যত্ন নিলেই বিষয়টি ঠিক হয়ে যায়। তবে জোরে কথা বলা ও চিৎকার করা থেকে বিরত থাকতে হবে। খাবার খাওয়ার সময়ও সাবধানে থাকতে হবে। অবশ্য ভয়েস বক্সের হেমারেজে কণ্ঠের স্থায়ী ক্ষতির আশঙ্কা কম।