আদিতে বারী সিদ্দিকী ছিলেন বংশীবাদক। কিন্তু বাঁশি তাকে পরিচিতি এনে দিতে পারেনি, উল্টো কপালে জুটেছে নিন্দামন্দ। মনের কষ্টে তাই গান গাইতে শুরু করেন। তাঁর গান শুনে অনেকেই অবাক, এত বছর কেন নিজেকে লুকিয়ে রেখেছিলেন! শুনে তিনি দুঃখে হাসতেন। বলতেন, বাঁশি বাজিয়ে তাহলে বড় শিল্পী হওয়া যায় না। দেশের বাইরে কিন্তু বাঁশির জন্যই বেশি পরিচিত ছিলেন বারী সিদ্দিকী। ১৯৯৯ সালে বিশ্ব খাদ্য সম্মেলনে এই উপমহাদেশ থেকে তিনি প্রতিনিধিত্ব করেন। চার বছর আগে আজকের দিনে মারা যান গুণী এই সাধক।