গায়ক আসিফের পুম্বা হারিয়েছে, থানায় জিডি

আসিফ আকবর। সংগৃহীত

বৃষ্টিতে ভিজছিল ছোট্ট বিড়ালছানাটি। সংগীতশিল্পী আসিফ আকবরের ছোট ছেলে রুদ্র ছানাটাকে এনে বাসায় আশ্রয় দেয়, বাচ্চাটা পরে মারা যায় নিউমোনিয়ায়। এটা নিয়ে ছেলের মন খারাপ। পরে গৃহকর্মী ঝর্ণা খাতুন রেললাইনের পাশ থেকে নিয়ে আসেন আরেকটা ছয় মাসের বিড়ালছানা, নাম রাখা হয় পুম্বা। ওর বয়স এখন চার।

এখনো বিড়ালটি ফিরে পাওয়ার আশা ছাড়ছেন না আসিফ আকবর। ছবি : গায়কের সৌজন্যে

সেই ৪ বছরের পুম্বা ১৮ মার্চ দুপুর ১২টার পর বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। কয়েক দিন ধরে খোঁজাখুঁজির পর এখনো হদিস মেলেনি পুম্বার। বিড়ালটি ফিরে পেতে ২১ মার্চ বিকেলে আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার সন্ধ্যায় রমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আসিফ আকবরের স্ত্রী এসে সাধারণ ডায়েরি করেছেন। বিড়ালটির খোঁজখবর নিচ্ছি।’

আরও পড়ুন

এ দিকে বিড়াল হারানোর ব্যাপারে আসিফ আকবর বলেন, ‘চার দিনে ধরে বিড়ালটি হারিয়েছে। পুরো বাসা বিষাদে ভরে আছে। বউ, ছেলেমেয়ের মন প্রচণ্ড খারাপ। আমার নিজেরও মন খারাপ।

আসিফের বাড়িতে পুম্বা। ছবি : আসিফেসর সৌজন্যে

আমার দুই বছরের মেয়ে আইদাহ্‌ বাসায় রাত–দিন বিড়ালটাকে খুঁজে ফিরছে। এসব দেখে আমার মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এ কারণেই বাধ্য হয়ে থানায় জিডি করেছি। দেখা যাক কি হয়।’

এই সংগীতশিল্পীর কথা, ‘আমার এখানে প্রায় আড়াই শ ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়। তারপরও সিসিটিভি ক্যামেরায় সাহায্য নেওয়া হচ্ছে।’
জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে পুম্বাকে বাসায় আনা হয়। এর মধ্যে পুম্বা পাঁচটি বিড়ালছানা জন্ম দিয়েছে। একটি মারা গেছে। দুটি আসিফের বড় ছেলে যুক্তরাজ্যে নিয়ে গেছেন। একটি হাতিরপুলে আছে, আরেকটি অস্ট্রেলিয়া।

এখনো বিড়ালটি ফিরে পাওয়ার আশা ছাড়ছেন না আসিফ আকবর। কারও বাসায় গিয়ে উঠলে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আশা করি পেয়ে যাব। কোনো হৃদয়বান ব্যক্তি পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে দেবেন, সেই প্রত্যাশায় পথ চেয়ে আছি।’