১০ পেরিয়ে ১১ বছরে ভাবনগর সাধুসঙ্গ

ভাবনগর সাধুসঙ্গের ১০ বছর পূর্তি ও ৪৫১তম আসরে শিল্পীদের পরিবেশনাছবি: ভাবনগর সাধুসঙ্গের সৌজন্যে

বাংলাদেশের লোকায়ত সংস্কৃতির সাধক-চিন্তকদের ঐতিহ্যবাহী শিক্ষার ধারার সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার সংযোগ স্থাপনে প্রবর্তিত ভাবনগর সাধুসঙ্গ ১১ বছরে পা দিয়েছে। গত ১২ এপ্রিল ১০ বছর পূর্ণ করেছে ভাবনগর সাধুসঙ্গ।

গত বুধবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের ১০ বছর পূর্তি ও ৪৫১তম আসরের আয়োজন করা হয়। এতে প্রাচীন বাংলার চর্যাপদের গান পরিবেশন করেন বরিশালের শাহ আলম দেওয়ান, পাবনার আবুল হাশেম, শরীয়তপুরের ইউসুফ মিয়া, নেত্রকোনার চান খাঁ বাউল, ফরিদপুরের আরিফ বাউল, মানিকগঞ্জের বাউল অন্তর সরকারসহ বিভিন্ন এলাকা থেকে আসা শিলা মল্লিক, সৃজনী তানিয়া, জাকির চিশতি, সিদ্দিক বাউল প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন আলোকচিত্রী বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুন; নাট্যকার-নাট্য নির্দেশক ও বাংলা একাডেমির ফেলো মাসুম রেজা; সংগীতশিল্পী ও সংগীতশিক্ষক তপন মজুমদার; সাংবাদিক রুমি নোমান; কবি সরকার আমিন, শোয়াইব জিবরান, শাহেদ কায়েস; অধ্যাপক সাইম রানা; চলচ্চিত্রকার সন্দীপ বিশ্বাস প্রমুখ। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত চলচ্চিত্র নির্মাতা অনির্বাণ দত্ত এবারের সাধুসঙ্গে অংশগ্রহণ করেন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের ১০ বছর পূর্তি ও ৪৫১তম আসরের আয়োজন করা হয়।
ছবি: ভাবনগর সাধুসঙ্গের সৌজন্যে

ভাবনগর সাধুসঙ্গে অংশগ্রহণকারীদের মধ্যে তপন মজুমদার, নাসির আলী মামুন, মাসুম রেজা, সরকার আমিন, মোস্তফা সেলিম, নূরুননবী শান্ত, সাইম রানা প্রমুখ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির পুনর্জাগরণে ভাবনগর সাধুসঙ্গের গুরুত্বের কথা উল্লেখ করে বক্তব্য দেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইমন জাকারিয়া।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির পুনর্জাগরণ, লোকায়ত সাধক-শিল্পীদের সুরক্ষা, পৃষ্ঠপোষকতা প্রদান ও তাঁদের প্রতিভার প্রচার-প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভাবনগর সাধুসঙ্গ।

২০১৪ সালের ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে ভাবনগর সাধুসঙ্গ ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণ, বাংলাদেশের লোকশিল্প ও শিল্পীদের সুরক্ষায় লোকশিল্পী তালিকা প্রণয়ন, ‘ভাবনগর’ নামে আন্তর্জাতিক বাংলা জার্নাল প্রকাশনায় ভূমিকা রেখে চলেছে।
ভাবনগর সাধুসঙ্গে ভাবসাধকদের চর্যাপদের গানের আসরে অংশগ্রহণ করেছেন প্রায় ৩৫টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক-অনুবাদক।

আরও পড়ুন