সৌদি আরবে নগরবাউল জেমস, আজ রাতে গানে মাতাবেন
ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে এক জায়গা করার চেষ্টা করছে সৌদি আরব। এরই আওতায় ২০১৯ সাল থেকে ‘রিয়াদ সিজন’–এর আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। গত আসরে বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সংগীতশিল্পীর। পুরো আয়োজনটিতে ব্যাপক সাড়া মেলে। এরই ধারাবাহিকতায় চলতি বছর থেকে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নতুন আরেকটি আয়োজন শুরু করছে সৌদি সরকার। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে সুদান, ভারত ও ফিলিপাইন। চার দিনব্যাপী আয়োজনের তৃতীয় দিনে আজ শুক্রবার রাতে সেখানে পারফর্ম করবেন জেমস।
বারের আয়োজনে অংশ নেওয়া দেশগুলো তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে। সৌদি সময় রাত ৯টায় দাম্মামের খোবারে পারফর্ম করবেন জেমস। এদিন বাংলাদেশ থেকে আরও পারফর্ম করার কথা রয়েছে বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফার। এরপর এ আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে জেদ্দায়। সেখানে ৯ মে জেমসের পারফর্ম করার কথা রয়েছে।
এর আগে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে জেমস বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এ ছাড়া ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইব।’
গতকাল আয়োজনের দ্বিতীয় দিন (১ মে) বৃহস্পতিবার গান শুনিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উদ্বোধনী দিনে পারফর্ম করেন দিলশাদ নাহার কনা ও আকাশ মাহমুদ। আয়োজনের শেষ দিন (৩ মে) গান শোনানোর কথা রয়েছে মিলা, আরমান আলিফ ও বিউটি খানের।