হাবিবের কনসার্টে ‘রাত নির্ঘুম’ অনুরোধ, ভাইরাল ছেলেটি আসলে কে

হাবিব ওয়াহিদ ও আলীম ওয়াহিদছবি: কোলাজ

হাবিব ওয়াহিদের জন্ম ঢাকায় হলেও তাঁর পৈতৃক ভিটা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে। বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ এখন সেখানেই থাকেন। উৎসব–পার্বণে হাবিবের গ্রামে যাওয়া হলেও কোনো অনুষ্ঠানের সময় হয়ে ওঠে না। সবশেষ ২০১০ সালে সেখানে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন হাবিব। এরই মাঝে পেরিয়েছে অনেক বছর। সম্প্রতি দেড় দশক পর নিজ গ্রামের একটি কনসার্টে অংশ নেন তিনি। আর এই কনসার্টে দর্শকের গানের অনুরোধের একটি ভিডিও ক্লিপ হয়েছে ভাইরাল, হচ্ছে বিভিন্ন মিম, যা চোখ এড়ায়নি হাবিবেরও। ভিডিও ক্লিপের পেছনের গল্প তিনি জানিয়েছেন প্রথম আলোকে।

আরও পড়ুন

কনসার্টের একপর্যায়ে দর্শকদের কাছে হাবিব জানতে চান, এরপর কোন গান হবে? দর্শকসারি থেকে তখন বিভিন্ন গানের অনুরোধ আসতে থাকে। হাবিবও মনোযোগ দিয়ে সেগুলো শোনার চেষ্টা করেন। এমন সময় হাবিবের এক খুদে ভক্ত তাঁর কাছে এসে বারবার ‘রাত নির্ঘুম’ গানটি গাওয়ার অনুরোধ রাখতে থাকেন, কিন্তু হাবিব তাঁকে থামিয়ে দর্শকের কথা শোনার চেষ্টা করছিলেন। ভক্তও নাছোড়বান্দা, বারবার কানের কাছে বলতে থাকেন। তবে বারবার অনুরোধ রাখার পরও এই ভক্ত নজরে আসতে পারেননি হাবিবের। আর এমন মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল। অনেকেই আবার এ খুদে ভক্তকে চিনতে পেরেছেন। তিনি হাবিব ওয়াহিদের জ্যেষ্ঠ পুত্র আলীম ওয়াহিদ।
ভাইরাল হওয়া ভিডিও থেকে মিম বিভিন্নজন পাঠাচ্ছেন হাবিবকে। অনেকেই আবার ফোনকলে মুহূর্তটি সম্পর্কে জানতে চেয়েছেন। সেদিনের এই ভিডিওর নেপথ্যের গল্পে হাবিব বলেন, ‘আসলে আমার সব শোতেই এমন ঘটনা ঘটে। আলীম অনেক ছোট থেকেই আমার প্রায় সব কনসার্টে উপস্থিত থাকে। এ ছাড়া আমার প্লেলিস্ট তো ওর মুখস্থ, তাই কোনো গান যদি মিস হয়, ঠিক অনুরোধ না, ও মনে করিয়ে দেয়।

আবার এমনও হয়, হয়তো কোনো গান আসলেই ও শুনতে চাচ্ছে। সেদিন দর্শকসারি থেকে অনেক গানের অনুরোধ পাচ্ছিলাম, তাই স্পষ্ট শোনার চেষ্টা করি। এমন সময় ও আমাকে “রাত নির্ঘুমের” অনুরোধ করতে থাকে। ও তো আমার টিম মেম্বার, তাই আমার মনোযোগ তখন দর্শকের দিকেই ছিল।’

পুরনো ছবিতে সন্তানদের নিয়ে হাবিব
ফেসবুক থেকে
আরও পড়ুন

শুধু এখানেই নয়, হাবিব জানিয়েছেন তাঁর প্রতিটি কনসার্টেই সবকিছুর খেয়াল রাখেন আলীম। এই গায়কের কথায়, ‘এ অনুষ্ঠানের আরও কিছু ভিডিও আমি দেখেছি, যেখানে আমার প্রায় সব গানেই ওকে গাইতে দেখেছি, এনজয় করতে দেখেছি। আসলে আমার সব বিষয়ে ও খুব মনোযোগী এবং বেশ আবেগপ্রবণ। ঠিকঠাক প্র্যাকটিস করছি কি না, নতুন কেউ টিমে জয়েন করলে সে কেমন বাজাচ্ছে, নতুন কোনো প্রজেক্ট আসবে কবে—সব সময় এসব জিজ্ঞেস করে।’
গত বছর আলীমের স্কুলের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা যায় তিন প্রজন্মকে। পুত্র আলীমকে নিয়ে এদিন মঞ্চে পারফর্ম করেন হাবিব, আর সেখানে যুক্ত হন আলীমের দাদা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। আলীমের ড্রামস বাজানোর ভিডিও মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।

স্টুডিওতে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে বাবা ফেরদৌস ওয়াহিদ
ছবি : প্রথম আলো।

তখন আপ্লুত হাবিব সংবাদমাধ্যমকে বলেন, ‘এই অনুভূতি প্রকাশের ভাষা জানা নেই। এতটুকু বলতে পারি, নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মনে হচ্ছে, সংবাদপত্রে যেমন করে পৃথিবীর সেরা ধনীদের ছবি ছাপানো হয়, তেমন অনুভূতি হচ্ছে আমার। আমার পক্ষে এটা আর প্রকাশের ভাষা নেই।’
আলীমের বর্তমান ব্যস্ততা ও আগ্রহ জানতে চাইলে হাবিব জানান, ড্রামসের পর এখন আলীম গিটারের প্রেমে পড়ছে। ইউটিউব ও হাবিবের গিটারিস্ট থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে শেখার চেষ্টা করছে।