রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান

রকসল্ট ব্যান্ডের সদস্যরাছবি: ব্যান্ডের সৌজন্যে

তরুণ রক শিল্পীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে রকসল্ট। ব্যান্ডটি পথচলার প্রথম মাসেই ‘নিষ্পত্তি’ নামে নিজেদের প্রথম গান প্রকাশ করেছে। গানটি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে এসেছে। অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।

আরও পড়ুন

রকসল্ট গানটি উৎসর্গ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে। ২৭ আগস্ট গানটি প্রকাশের কথা থাকলেও সেদিন রাতুলের মৃত্যুতে গানটির প্রকাশ স্থগিত করা হয়। ব্যান্ডটির বেজ গিটারিস্ট রাজীব প্রথম আলোকে বলেন, ‘কেইজ–এর পুরো জার্নিতে রাতুল আমাদের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে প্রায় প্রতিদিন সাউন্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আড্ডা ও পরামর্শ হয়েছে। মৃত্যুর দুদিন আগে ২৫ জুলাই আমরা একসঙ্গে গানটি শুনেছি। তাঁর এই আকস্মিক মৃত্যুর ট্রমা আমরা কাটিয়ে উঠতে পারছি না। গানটি তাঁর স্মৃতিতে উৎসর্গ করছি। তিনি যেখানেই আছেন যেন ভালো থাকেন।’

রকসল্ট ব্যান্ডের সদস্যরা
ছবি: ব্যান্ডের সৌজন্যে

গানটি নিয়ে ব্যান্ডের বেজ গিটারিস্ট রাজীব প্রথম আলোকে বলেন, ‘প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নতুন অ্যালবামের কথা দিয়েছিলাম। এটা আমাদের প্রথম অ্যালবামের প্রথম ট্র্যাক। গানটি দিয়েই দ্য কেইজে আমাদের যাত্রা শুরু। শ্রোতাদের থেকে তখন ভালো সাড়া পাই। তাই এর সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে। নতুন করে গানটি আবার রেকর্ড করা হয়েছে।’
এখনই অ্যালবামের নাম ঘোষণা করছে না রকসল্ট। ভক্তদের জন্য চমক হিসেবে রাখতে চায় তারা। তবে ব্যান্ডটি জানিয়েছে, এ অ্যালবামের গানগুলো হবে এক্সপেরিমেন্টাল। রক মিউজিকের বিভিন্ন ধারার সংমিশ্রণ থাকবে। চলতি বছরের শেষে আরও দুটি গান প্রকাশের পরই অ্যালবামের নাম জানানো হবে। অ্যালবামে ৮ থেকে ১০টি গান থাকবে। ছয়টি তৈরি আছে। বাকিগুলোর কাজ চলছে। রাজীব বলেন, ‘তিন মাসের মধ্যেই “অগ্নিবীণা” ও “বলো তুমি কে” শিরোনামের দুটি গান প্রকাশ পাবে। আগামী বছরের প্রথম ভাগেই পর্যায়ক্রমে বাকি গানগুলো প্রকাশ পেতে থাকবে।’
জয় করার চেয়ে টিকে থাকা কঠিন—এ কথায় বিশ্বাসী রকসল্টের সদস্যরা। তাই নিজেদের তৈরি করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। রাজীব বলেন, ‘যাদের সঙ্গেই আমাদের কথা হয়েছে, সবার একটাই কথা—টিকে থাকতে হলে গান লাগবে। তাই প্রথমেই আমরা নিজেদের ১০টা গান তৈরি করছি। কনসার্টে আমরা নিজেদের গান করতে চাই। এর বাইরে আমরা ইনস্ট্রুমেন্ট আপডেট করেছি। বিশ্বের বিখ্যাত সব রক ব্যান্ডের বিভিন্ন কনসার্ট, সেশন ও গান নিয়ে পর্যালোচনা করছি।’

আরও পড়ুন

এরই মধ্যে দেশের অনেক রক তারকার সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছে রকসল্ট। সামনে আরও কয়েকজনের পরামর্শ নেবে তারা। রাজীব বলেন, ‘এ পথ তো সহজ নয়, তাই এখানে অভিজ্ঞ যাঁরা আছেন, তাঁদের পরামর্শ আমাদের টিকে থাকতে সহায়তা করবে। তাই সিনিয়র গিটারিস্ট, ড্রামার, বেজিস্ট থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমরা বসছি। যেসব জায়গায় আমাদের জানার আছে, জানতে চাইছি। তাঁরাও তাঁদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করছেন।’

আরও পড়ুন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কনসার্টের প্রস্তাব পাচ্ছে রকসল্ট। চলতি বছরের শেষ পর্যন্ত বেশ কয়েকটি শোতে তাদের অংশ নেওয়ার কথা আছে। এর মধ্যে ঢাকা, বরিশাল ও সিলেটে কয়েকটি শো চূড়ান্ত হয়েছে। রকসল্টের বর্তমান লাইনআপ—আওয়ান (ড্রামার), রাজীব (বেজ), অরূপ (গিটার), রাযিন (গিটার), নাহিয়ান (ভোকাল)।