‘সূফী রাবত’-এ কাওয়ালি গাইবেন নাদীম কাওয়াল

নাদীম কাওয়ালছবি: ফেসবুক থেকে

ঢাকায় ‘সূফী রাবত’ শীর্ষক এক আয়োজনে কাওয়ালি গাইবেন মোহাম্মদ নাদীম এহতেশাম রেজা খাঁ। তিনি শ্রোতাদের কাছে নাদীম কাওয়াল নামে পরিচিতি। এই সময়ে ঢাকায় নিয়মিত কাওয়ালিচর্চা করছেন তিনি।

আগামী ৯ মার্চ ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যায় গাইবেন তিনি। ‘সূফী রাবত’ আয়োজন করছেন মীর হুযাইফা আল-মামদূহ ও সাইয়েদ শাহবাজী।

আজ দুপুরে মীর হুযাইফা আল-মামদূহ প্রথম আলোকে বলেন, ‘নাদীম কাওয়াল এ অঞ্চলে তিন–চার প্রজন্ম ধরে কাওয়ালি করছেন। আমরা তাঁর কাওয়ালির অভিজ্ঞতাও শুনব।’
নাদীম কাওয়াল প্রথম আলোকে জানান, ফারসি, আরবি, উর্দু, হিন্দি ও বাংলায় কাওয়ালি গাইবেন তিনি।

কাওয়ালির পাশাপাশি ‘সূফী রাবত’-এ দিনভর সুফিবিষয়ক আলাপ, জিকির ও মিলাদ থাকবে। আগ্রহীরা টিকিট কেটে এতে অংশ নিতে পারেন।
বংশপরম্পরায় কাওয়ালিচর্চা করছেন নাদীম কাওয়াল। নাদীমের বাবা এহতেশাম রেজা খাঁ ও দাদা কেয়াম রেজা খাঁ কাওয়ালিচর্চা করেছেন। তাঁর বাপদাদার পূর্বপুরুষ নবী রেজা খাঁ এবং ওয়ালী রেজা খাঁ কাওয়ালি চর্চা করেছেন।

ঢাকার হাইকোর্ট মাজারে খাজা শরফুদ্দিন চিশতী (র.)-এর দরগা, মিরপুরে হজরত শাহ আলী বোগদাদী (র. )-এর দরগাসহ দেশের বিভিন্ন প্রান্তে কাওয়ালি করেছেন তিনি। তিনি বাস করেন মিরপুরে।

আরও পড়ুন