সর্বকালের সেরা ১০ কে পপ গান
সর্বকালের সেরা ১০০ গানের তালিকা প্রকাশ করেছেন রোলিং স্টোন। ২০২৩ সালে প্রকাশিত সেই তালিকা থেকে সেরা ১০টি গান নেওয়া হলো।
১০. ‘টেল মি’, ওয়ান্ডার গার্লস
‘টেল মি’ গানে নিজেদের ছাপ রেখে গেছে গার্লস গ্রুপ ওয়ান্ডার গার্লস। গানটি ২০০৭ সালে প্রকাশিত হয়েছে। কে পপের প্রথম দিকের হুক সংয়ের মধ্যে এটি একটি। জেওয়াইপি এন্টারটেইনমেন্টের গার্ল গ্রুপটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। ২০০৭ সালে ‘নো বডি’ দিয়ে বিলবোর্ডের হট ১০০ তালিকায় জায়গা করে নিয়েছিল ব্যান্ডটি।
৯. ‘আই নো’, সিউ তাইজি অ্যান্ড বয়েজ
১৯৯২ সালের ১১ এপ্রিল গানটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই গানটি তুমুল আলোচিত হয়েছিল।
৮. ‘আই অ্যাম দ্য বেস্ট’, টুএনইওয়ান
গানটি প্রকাশিত হয়েছে ২০১১ সালে। গানটি কে পপ ইন্ডাস্ট্রিতে নতুন ধারা তৈরি করেছে। গানের ইলেকট্রো বিটের সঙ্গে গানের কথায় মুগ্ধ হন শ্রোতারা। এর আগে ব্যান্ডটির ‘ফায়ার’, ‘ক্যান নট নোবডি’ গানটি দুটিও জনপ্রিয়তা পেয়েছে।
৭. ‘হারু হারু’, বিগব্যাং
কোরীয় ‘হারু হারু’ শব্দের অর্থ দিনে দিনে। ২০০৮ সালের ৮ আগস্ট গানটি প্রকাশিত হয়েছে। ‘স্ট্যান্ড আপ’ অ্যালবামের শীর্ষ সংগীত হিসেবে গানটি প্রকাশিত হয়েছে। কে পপের সবচেয়ে বিক্রীত অ্যালবামের মধ্যে এটি একটি। গানটির জাপানি ভার্সন ২০১১ সালে ‘দ্য বেস্ট অব বিগ ব্যাং’ অ্যালবামে জায়গা পেয়েছে।
৬. ‘ডু ডু ডু ডু’, ব্ল্যাকপিঙ্ক
বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় কে পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ব্যান্ডটির ‘ডু ডু ডু ডু’ গানটি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ১৫ জুন। ইপি ‘স্কয়ার আপ’–এর জন্য এটি রেকর্ড করা হয়েছিল। গানটি লিখেছেন কোরিয়ান–মার্কিন র্যাপার টেডি পার্ক। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।
৫.‘শর্ট হেয়ার’, চো ইয়ং পিল
সত্তরের দশকে রক রক ব্যাান্ড অ্যাটকিন্স ও একক হিট গান ‘কাম ব্যাক টু বুসান পোর্ট’–এর মাধ্যমে দুনিয়াজুড়ে পরিচিতি পান চো ইয়ং পিল। এর মধ্যে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি। গান থেকেও দূরে ছিলেন। ১৯৮০ সালে ‘শর্ট হেয়ার’ গানটি রীতিমতো আলোড়ন তোলে। গানটি দিয়ে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন ঘটে।
৪. ‘স্প্রিং ডে’, বিটিএস
তালিকায় বিটিএসের গান থাকবে না, তা কী করে হয়। অবধারিতভাবেই ব্যান্ডটির ‘স্প্রিং ডে’ গানটি জায়গা করে নিয়েছে। বন্ধুত্ব, বিষাদ ও অনুশোচনার ওপর ভিত্তি করে গাওয়া গানটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। বিটিএস বর্তমানে বিরতিতে রয়েছে। আগামী বছরই ব্যান্ডটি গানে ফিরছে।
৩. ‘গুড ডে’, আইইউ
২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন আইইউ। তাঁর প্রজন্মের সেরা গায়িকা–অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ২০১০ সালে ‘গুড ডে’ প্রকাশের পর সাড়া ফেলেছে গানটি। তাঁর ক্যারিয়ারও ভিত্তি পেয়েছে।
২. ‘ক্যান্ডি’, এইচওটি
হিপহপের সঙ্গে পপের মেলবন্ধনে গানটি তৈরি করেছে এইচওটি (হাইফাইভ অব টিনেজারস)। ১৯৯৬ সালে প্রকাশিত ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘উই হেট অল কাইন্ড অব ভায়োলেন্স’–এর গান। অ্যালবাম বিক্রিতে এটি রেকর্ড গড়েছিল।
১. ‘জি’, গার্লস জেনারেশন
তালিকার শীর্ষে রয়েছে গার্লস জেনারেশনের গান ‘জি’। ২০০৯ সালের ৫ জানুয়ারি গানটি প্রকাশিত হয়েছে। প্রেমের অনুভূতি নিয়ে লেখা গানটি তরুণ শ্রোতাদের হৃদয়ে আলোড়ন তুলেছে। গানটির জাপানি ভার্সনও মুক্তি পেয়েছে।