গায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সাবেক সহকারীর মামলা

কানইয়ে ওয়েস্ট। রয়টার্স

যৌন হয়রানির অভিযোগে প্রখ্যাত মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে মামলা করলেন তাঁর সাবেক সহকারী লরেন পিসোত্তা।

আরও পড়ুন

মার্কিন গণমাধ্যম টিএমজেডের বরাতে বিবিসি জানিয়েছে, মামলায় লরেন অভিযোগ করেছেন, কানইয়ে তাঁকে যৌন হয়রানিমূলক খুদে বার্তা ও ভিডিও পাঠিয়েছেন।

কানইয়ের বিরুদ্ধে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্তের অভিযোগ করেন লরেন। তাঁর দাবি, ২০২২ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়; কিন্তু প্রতিশ্রুত ৩০ লাখ ডলার তিনি পাননি। অভিযোগ সম্পর্কে র‍্যাপারের প্রতিক্রিয়া জানতে বিবিসি তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু তিনি সাড়া দেননি।

কানইয়ে ওয়েস্ট। রয়টার্স

লরেনের অভিযোগ, কানইয়ে তাঁকে অশ্লীল বার্তা ও পর্ন ভিডিও পাঠাতেন। এ ছাড়া লরেনের সঙ্গে ফোনে কথা বলার সময় কানইয়ে বিভিন্ন যৌন উসকানিমূলক কর্মকাণ্ডও করতেন।

২০২১ সালে লরেনকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন কানইয়ে। সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা পাওয়া যাবে, এমন শর্তে লরেনের বার্ষিক বেতন নির্ধারণ করা হয় ১০ লাখ ডলার। লরেন র‍্যাপারের সঙ্গে কয়েকটি গানেও কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের দিকে লরেনের পদোন্নতি হয়। এর কিছুদিন পরই চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

কানইয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এই প্রথম নয়। গত বছরের নভেম্বরে কানইয়ের প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মী মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’-এর কাছে অভিযোগ করেন, কর্মীদের মিটিংয়ে সময় তিনি পর্ন সিনেমা চালিয়ে দিতেন। এ ছাড়া কর্মী নিয়োগের সাক্ষাৎকারের সময় ওয়েস্ট তাঁর তখনকার স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখাতেন।
১৯৯৬ সালে ক্যারিয়ার শুরু করা কানইয়ে ওয়েস্ট এই সময়ের অন্যতম জনপ্রিয় র‍্যাপার। ২৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার আছে তাঁর ঝুলিতে।