কানের লালগালিচায় লাঞ্ছিত করার অভিযোগে মডেলের মামলা

সাওয়া পন্টিজস্কা। ইনস্টাগ্রাম থেকে

সদ্য অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হয়রানির অভিযোগে উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন ইউক্রেনীয় মডেল সাওয়া পন্টিজস্কা।

আরও পড়ুন

তাঁর অভিযোগ, লালগালিচায় নিরাপত্তারক্ষীর হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন, যা শারীরিক ও মানসিকভাবে তাঁকে ক্ষতিগ্রস্ত করেছে। খবর বিবিসির  

কেবল পন্টিজস্কা হয়রানির অভিযোগ করেছেন গায়ক কেলি রোল্যান্ড, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইউনা ও ডোমিনিকান অভিনেত্রী ম্যাসিয়েল তাভেরাসে। এর মধ্যে তাভেরাসের সঙ্গে নিরাপত্তারক্ষীর একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।  
ফ্যাশন টিভির উপস্থাপক পন্টিজস্কা বিবিসিকে বলেছেন, তিনি ‘মার্সেলো মিওর’ সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন।

সাওয়া পন্টিজস্কা। ইনস্টাগ্রাম থেকে

ছবিটি দেখার জন্য বৈধ টিকিট নিয়ে হলে প্রবেশের চেষ্টা করার কারণে তাঁকে ‘নিষ্ঠুরভাবে’ বাধা দেওয়া হয়। গত বুধবার তিনি লাঞ্ছিত হওয়ার ছবি পোস্ট করে শারীরিক ও মানসিক হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ইউরো দাবি করেন। তাঁর অভিযোগ সম্পর্কে কান উৎসব কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

২১ মে পন্টিজস্কার ঘটনাটি ঘটে। পরে ভিডিওটি ভাইরাল হয়। কেবল টিকটকেই ভিডিওটি দেখা হয়েছে ১৬ মিলিয়নের বেশিবার। ভিডিওতে দেখা যায়, মিলনায়তনে প্রবেশের সময় এক নারী নিরাপত্তারক্ষী পন্টজস্কাকে বাধা দিচ্ছেন। এরপর ওই মডেল প্রায় মাটিতে পড়ে যান, সিঁড়ি বেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করেন। পরে আরও নিরাপত্তাকর্মী তাঁকে থামিয়ে ভেতরে নিয়ে যান।

পন্টিজস্কা বিবিসিকে বলেছেন যে তাঁকে যেভাবে বাধা দেওয়া হয়, তাতে তিনি ভয় পেয়েছিলেন। তিনি আরও জানান, ওই ঘটনায় তিনি শরীরে ব্যথা পান, পরের কয়েক দিন তাঁকে একধরনের ট্রমার মধ্য দিয়ে যেতে হয়।