চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড: পুরস্কার পেলেন যাঁরা

গান পরিবেশন করছে চিরকুট, ব্যান্ডটি শ্রেষ্ট ব্যান্ডের পুরস্কার পেয়েছেছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

১৮তম সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। গত বুধবার ঢাকার বনানীর এক হোটেলে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুজেয় শ্যাম। মাইক্রোফোন হাতে বলেন, ‘আমি ক্যানসারে আক্রান্ত। আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে, আমার চেয়ে সুস্থ আর কেউ নেই। কারণ, জীবিত অবস্থায় এ ধরনের পুরস্কার আমি পেয়েছি। আমাদের দেশে বেঁচে থাকলে এ ধরনের পুরস্কার কম দেওয়া হয়। কিন্তু চ্যানেল আই সব সময় শিল্পীদের যথাযথ মূল্য দেওয়ার চেষ্টা করে।’

আজীবন সম্মাননা পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম
চ্যানেল আইয়ের সৌজন্যে

তাঁর হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ ও সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা।

বক্তব্য রাখছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

এবারের আসনে আজীবন সম্মাননাসহ মোট ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। আধুনিক গান বিভাগে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ শিল্পী রুনা লায়লা, শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস, শ্রেষ্ঠ গীতিকার জয় শাহরিয়ার, শ্রেষ্ঠ ব্যান্ড চিরকুট, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী আসিফ আকবর ও লোপা হোসাইন, শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পল্লিগীতি ও মরমি) ফাতিমা তুজ জোহরা ঐশী।

রেজওয়ানা চৌধুরী বন্যা
সংগৃহীত

ছায়াছবির গান বিভাগে পুরস্কার পেয়েছেন—শ্রেষ্ঠ শিল্পী (যৌথভাবে) চন্দন সিনহা, ইমন চৌধুরী ও আতিয়া আনিসা, শ্রেষ্ঠ সুরকার ফুয়াদ নাসের বাবু, শ্রেষ্ঠ গীতিকার রাসেল মাহমুদ, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন নির্মাতা ইয়ামিন ইলান, শিল্পী অণিমা রায় এবং নির্মাতা তানিম রহমান অংশু, শিল্পী তাসনিম আনিকা
নজরুলসংগীতে খায়রুল আনাম শাকিল ও রবীন্দ্রসংগীতে বুলবুল ইসলাম পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ নবাগত শিল্পী হুমায়রা ঈশিকা, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত (যন্ত্র) সোহিনী মজুমদার ও সুব্রত বিশ্বাস, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ) সুপ্রিয়া দাস।

নাচ পরিবেশন করছেন নুসরাত ফারিয়া
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে
আরও পড়ুন

বিষয়ভিত্তিক গানে শ্রেষ্ঠ শিল্পী শুভ্র দেব, শ্রেষ্ঠ গীতিকার মাহমুদ মুরাদ এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি হিসেবে পুরস্কার পেয়েছে সাউন্ডটেক। তিনটি বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন মাহবুবা রহমান, শবনম মুশতারী ও ব্যান্ড এফ মাইনর।
অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মাতা ও অভিনেতা, চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (ড্রামা অ্যান্ড ফিল্ম) শহিদুল আলম।

মঞ্চে তিন সংগীত শিল্পী
সংগৃহীত