আরও পরিণত হতে চান জাংকুক

জাংকুকছবি: বিগহিট মিউজিক

বিটিএস থেকে সাময়িক বিরতি নিয়ে একক ক্যারিয়ার গড়ার কাজে মন দিয়েছেন জাংকুক। ব্যান্ডটির সর্বকনিষ্ঠ এই সদস্যের প্রথম একক গান ‘সেভেন’এসেছে গত শুক্রবার। প্রকাশের পর থেকেই গানটি আইটিউনসে রীতিমতো রাজত্ব করছে। এক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ বিশ্বের ১০৬টি দেশের তালিকায় শীর্ষ রয়েছে ‘সেভেন’।

গানটি নিয়ে মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাংকুক জানান, ‘একক গানে আমি নতুন, ফলে গানটি করা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। গান করার সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এরপরও এটি আমার প্রথম ধাপ। আগামী দিনে আরও পরিণত হতে চাই।’
বছরের শেষভাগে প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন জাংকুক। তিনি বলেন, ‘নিজেকে আরও শাণিত করতে বিরতি নেওয়ার দরকার ছিল। এখন নিজের মতো করে কাটানোর সময় পাচ্ছি, অনেক কিছু শিখতেও পারছি। বিরতি শেষে আবারও বিটিএসে ফিরব।’

জাংকুক
ছবি: বিগহিট মিউজিক

বিরতির মাঝখানে গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন জাংকুক। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক। সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।

১২ বছর বয়সে বিটিএসে যোগ দেন জাংকুক। ২৫ পেরোনোর আগেই নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে যান এই বিটিএস তারকা। ‘বিগিন’, ‘ইউফোরিয়া’ থেকে ‘ড্রিমারস’—এক দশকের ক্যারিয়ারে একের পর হিট গানে নিজেকে ছাড়িয়ে গেছেন। গত বছরের জুনে বিটিএস থেকে বিরতি নিয়ে একক ক্যারিয়ার গড়ার কাজে মন দিয়েছেন জাংকুক।
জাংকুকের আগে বিটিএসের পাঁচ সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগাকেও একক গানে পাওয়া গেছে।

আরও পড়ুন