তাঁর সৃষ্টি আমাদের মাঝে বেঁচে থাকবে চিরদিন: রুনা লায়লা

গাজী মাজহারুল আনোয়ার
ছবি : সংগৃহীত

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতজগতে বিচরণ করেছেন গাজী মাজহারুল আনোয়ার। লিখেছেন অসংখ্য জনপ্রিয় গান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুর সংবাদে অনেকে ছুটে গেছেন হাসপাতালে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন আবেগঘন পোস্ট।

আরও পড়ুন

ফেসবুকে পোস্ট দিয়ে প্রখ্যাত এই গীতিকবি, পরিচালক, প্রযোজককে স্মরণ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লাও। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে তিনিও শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে রুনা লায়লা লিখেছেন, ‘আকাশের অন্য নক্ষত্রদের সঙ্গে যোগ দিতে আমাদের ছেড়ে চলে গেছে আরও একটি নক্ষত্র। যাওয়ার আগে তিনি লিখে গেছেন অসংখ্য গান। এই গান পরবর্তী প্রজন্ম গাইবে, স্মরণ করবে তাঁকে। আমরা হারিয়েছি বিশাল এক প্রতিভা। কিন্তু তাঁর সৃষ্টি আমাদের মাঝে বেঁচে থাকবে চিরদিন। আল্লাহ তাঁর বিদেহী আত্মাকে শান্তিতে রাখুন। আমিন।’

আরও পড়ুন

১৯৬২ সালে ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’ গানটি লেখার মধ্য দিয়ে গাজী মাজহারুল আনোয়ার গান লেখা শুরু। এরপর ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি। তাঁর গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির কথা। তাঁর লেখা এই গান গাইতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। আর তাঁর এই সৃষ্টির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন সবার মধ্যে।

রুনা লায়লা
ছবি: প্রথম আলো

শ্রদ্ধা নিবেদনের জন্য গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বনানীতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে সমাহিত করা হবে গাজী মাজহারুল আনোয়ারকে।