কে হবে চ্যাম্পিয়ন? চলছে ‘দ্য কেইজ’-এর ফাইনাল

পারফরম্যান্স করছে রকসল্ট ব্যান্ডছবি: আয়োজকদের সৌজন্যে

তরুণ রক মিউজিশিয়ানদের নিয়ে শুরু হওয়া রিয়েলিটি শো ‘দ্য কেইজ’-এর গ্র্যান্ড ফিনালে চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি)। বিকেল চারটায় শুরু হওয়া এ আয়োজনে রাত আটটা নাগাদ পারফরম্যান্স করেছে ফাইনালিস্ট ছয়টি ব্যান্ড। এখন শুধু অপেক্ষা, কে হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন।

আরও পড়ুন

গ্র্যান্ড ফিনালেতে শেষবারের মতো নিজেদের প্রতিভা তুলে ধরেছে ব্যান্ডগুলো। প্রতিটি ব্যান্ড পেয়েছে ৩০ মিনিট সময়। বিকেল চারটায় নাইন ব্যান্ডের পারফরম্যান্স দিয়ে শুরু হয় আয়োজন। এরপর পর্যায়ক্রমে পারফরম্যান্স করেছে এডেন’স গার্ডেন, কারনেশন, ডোপামিন, ডাস্ক এন ডন ও রকসল্ট।
বিকেল থেকেই ভেন্যুতে ছিল দর্শকের চাপ। কেআইবি মিলনায়তনের সব আসন পূর্ণ হয়ে দাঁড়িয়ে অনেক দর্শক উপভোগ করেছেন এই আয়োজন। প্রতিযোগী ব্যান্ডগুলোর পর এখন পারফর্ম করছে অ্যাভয়েড রাফা, এরপর পারফর্ম করবে একে রাহুল এ ওয়ারফেজ।

আরও পড়ুন

সারা দেশ থেকে বাছাই করা শতাধিক প্রতিযোগীর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় ৮০ জনকে। তাঁরা গঠন করেন ১৭টি ব্যান্ড। গ্রুমিং শেষে শুরু হয় প্রতিযোগিতা। দীর্ঘ পথ পেরিয়ে ছয়টি ব্যান্ড পৌঁছায় ফাইনালে। আজ তারা লড়ছে চ্যাম্পিয়ন খেতাবের জন্য। ফাইনালের বিচারক হিসেবে আছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকাল রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আরবোভাইরাসের গিটারিস্ট রঞ্জন এবং সংগীতশিল্পী তাসফি।