গাইতে গাইতে নারী দর্শকের ঠোঁটে চুমু, ভিডিও ভাইরাল

তিনি উদিত নারায়ণ। তাঁর কণ্ঠে ‘পহেলা নেশা’, ‘অ্যা মেরা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’-এর জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্মফেসবুক থেকে

তাঁর কণ্ঠে ‘পহেলা নেশা’, ‘অ্যা মেরা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’-এর জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্ম। সেদিন মঞ্চে তিনি নিজের জনপ্রিয় গানটি গাইছিলেন, ‘টিপ টিপ বারসা পানি...।’ মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত এলেন সেলফি তুলতে। সেলফির আবদার মেটালেন। কিন্তু ছবি তোলার পাশাপাশি তিনি নারী ভক্তদের চুমু খেলেন। এমনকি একজনের ঠোঁটেও চুমু খেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। জনপ্রিয় এ গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছে না ভক্তরা। ‘উদ্ভট’ আচরণের জন্য শিরোনাম হলেন বলিউড গায়ক উদিত নারায়ণ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের
প্রকাশ হওয়ার পর এ ভিডিও ছড়াতে সময় লাগেনি। পছন্দের গায়ক হলেও নেট নাগরিকেরা ছাড় দিলেন না এতটুকু, চরম কটাক্ষের শিকার হতে হলো উদিত নারায়ণকে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন, তখন অনেক নারী ভক্ত মঞ্চের নিচে এসে জড়ো হন। শুরুতে দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলা শেষে পরপর বেশ কয়েকজন নারীর গালে চুমু খেতে থাকেন।

মঞ্চে উদিত নারায়ণ। ছবি: ইনস্টাগ্রাম

উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়। কেউ কেউ যদিও আবার রসিকতাও করছেন। একজন লিখেছেন, ‘ভাই বয়স তো কম হল না, এবার থামুন।’ আরেকজন লেখেন, ‘বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে?’ একজন আবার দৃশ্যটা দেখে প্রশ্ন তুলেছেন অন্যভাবে,‘এটা এআই কি দিয়ে বানানো?

আরও পড়ুন

যদি বাস্তব হয়, তাহলে যতটুকু যা সম্মান ছিল, সব নিজেই নষ্ট করলেন।’ কেউ কেউ আবার ছবি দিয়ে দেখান যে উনি এর আগেও সুযোগ বুঝে এমন কাণ্ড ঘটিয়েছেন, ছাড় দেননি শ্রেয়া ঘোষাল বা অলকা ইয়াগনিকের মতো তারকাদের।
এই ভাইরাল ভিডিওটি কবে বা কোথায় ঘটেছে, সেসব অবশ্য জানা যায়নি।