বিয়ে করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

বিয়ে করলেন শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট শেখ ইশতিয়াক। শিল্পীর কাছ থেকে পাওয়া ছবিতে বিয়ে নিয়ে থাকল আরও তথ্য।

১ / ৬
আজ সকালে বিয়ের ছবি পোস্ট করেছেন শেখ ইশতিয়াক। ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল আমরা একসঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছি। আমাদের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাদের বিবাহকে ভালোবাসা, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ায় পরিপূর্ণ করেন।’
শিল্পীর সৌজন্যে
২ / ৬
গত শনিবার ঢাকার খিলক্ষেতের এক ভেন্যুতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা
শিল্পীর সৌজন্যে
আরও পড়ুন
৩ / ৬
কনের নাম মারিনা হোসেন, তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে পড়াশোনা করেছেন
শিল্পীর সৌজন্যে
৪ / ৬
শেখ ইশতিয়াক প্রথম আলোকে জানান, চার বছর আগে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে শো করতে গিয়ে মারিনার সঙ্গে তাঁর পরিচয়। এরপর নিয়মিত যোগাযোগ, বন্ধুত্ব
শিল্পীর সৌজন্যে
৫ / ৬
দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন ইশতিয়াক ও মেরিনা। বিয়েতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন অংশ নেন
শিল্পীর সৌজন্যে
আরও পড়ুন
৬ / ৬
বিয়ের আয়োজনে শিরোনামহীন ব্যান্ডের সদস্যদের সঙ্গে শেখ ইশতিয়াক
শিল্পীর সৌজন্যে