বার্লিন মাতালেন জে-হোপ

বার্লিনে লোলাপালুজার মঞ্চে জে-হোপকে দেখা গেছেবিগহিট মিউজিক

বার্লিনে লোলাপালুজার মঞ্চে জে-হোপকে দেখা গেছে গত রোববার। ইউরোপের অন্যতম বড় এই সংগীত উৎসবের শেষ দিনে অলিম্পিয়া স্টেডিয়ামে আলো ছড়িয়েছেন তিনি।

মঞ্চে জে-হোপ, সামনে ৬০ হাজারের মতো শ্রোতা। তাঁকে শুনতে বিশ্বের নানা প্রান্ত থেকে বার্লিনে ছুটে এসেছেন তাঁরা। এক প্রতিবেদন দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, ফিনফিনে পাতলা শার্ট গায়ে মঞ্চে আবির্ভূত হন জে-হোপ। তাঁকে মঞ্চে পেয়ে স্টেডিয়ামভর্তি শ্রোতা করতালি দিতে থাকেন। ‘জে-হোপ’, ‘জে-হোপ’ চিৎকারে সরব হয়ে ওঠে স্টেডিয়াম।

ভক্তদের উদ্দেশে জে-হোপ বলেন, ‘তোমরা কি আজ রাতে গানে বুঁদ হওয়ার জন্য প্রস্তুত? তাহলে চলো শুরু করি!’ ‘হোয়াট ইফ’ ও ‘প্যান্ডোরা বক্স’ দিয়ে শুরু করেন পরিবেশনা। এরপর টানা ৯০ মিনিট মঞ্চ মাতিয়ে রাখেন জে-হোপ। ‘অন দ্য স্ট্রিট’,‘কিল ইন ইট গার্ল’, ‘ডায়নামাইট’, ‘বাটার’সহ ২১টির মতো গান পরিবেশন করেছেন তিনি।

বার্লিনে লোলাপালুজার মঞ্চে জে-হোপ
বিগহিট মিউজিক

লোলাপালুজা শিকাগোতে প্রথম গেয়েছেন জে–হোপ। তিন বছর পর বার্লিনের শ্রোতাদের সামনে এলেন। তিনি বলেন, ‘২০২২ সালে লোলাপালুজায় প্রথমবার অংশ নেওয়ার পর আজ বার্লিনে গাইতে পারাটা আমার জন্য খুবই আবেগের। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমি তোমাদের ভালোবাসি।’

দক্ষিণ কোরিয়া থেকে ২৮ ফেব্রুয়ারি ‘হোপ অন দ্য স্টেজ’ শীর্ষক ওয়ার্ল্ড ট্যুর শুরু করেন জে-হোপ। এরপর যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ম্যাকাউ ও তাইওয়ানে কনসার্ট করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরের গোয়াং স্টেডিয়ামে সফরের শেষ কনসার্ট হয় ১৩ ও ১৪ জুন।

লোলাপালুজা বার্লিনে পরিবেশনার শেষ ভাগে বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জে-হোপ বলেন, ‘এ বছরটা আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে সফর করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, হৃদয়ে অনেক কৃতজ্ঞতা জমেছে। তোমরা যারা এই যাত্রায় আমার সঙ্গী হয়েছ, আমি তোমাদের ভালোবাসি।’

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরেছেন বিটিএসের সব সদস্য। আগামী বছরই ব্যান্ডটি গানে ফিরছে। বিষয়টি নিয়ে জে-হোপের ভাষ্য, ‘এখন থেকে আবারও আমাদের টিমের (বিটিএস) সংগীতে মনোযোগ দিচ্ছি। আজকের পরিবেশনাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম, তোমরা তা সত্যি করেছ।’

আরও পড়ুন