মুজা ও জেফারের ‘ঝুমকা’ গানে নাচলেন তানজানিয়ার কিলি পল

কিলি পলছবি: ইনস্টাগ্রাম

স্পটিফাই, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল, কলকাতার শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা ও ঢাকার গায়িকা জেফার রহমানের গান ‘ঝুমকা’। আলোচিত এই গানের তালে নাচতে দেখা গেছে সামাজিক মাধ্যমে জনপ্রিয় তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পলকে; তাঁর সঙ্গে নিমা পলও নেচেছেন।

গত মঙ্গলবার নাচের ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছেন কিলি পল, সেটি শেয়ার করে জেফার রহমান লিখেছেন, ‘আমাদের গানে কিলি পলকে নাচতে দেখে আমি রোমাঞ্চিত।’ ভিডিওতে প্রায় ২৯ হাজার লাইক পড়েছে, সাড়ে ৫০০ মন্তব্য জমা হয়েছে। মুনিয়া ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘নাচটি দারুণ হয়েছে।’

এর আগে কোক স্টুডিও বাংলা ‘দেওরা’ ঠোঁট মিলিয়ে বাংলাদেশে বেশ পরিচিতি পেয়েছেন কিলি পল। মধ্যে ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইতেও দেখা গেছে তাঁকে।

জেফার ও মুজা
ছবি: ইনস্টাগ্রাম

গানটি নিয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফার বলেন, ‘প্রথমে আমরা গানের সুর করি, পরে আমি ও মুজা মিলে গানটা লিখি; গান লেখায় সহযোগিতা করেছেন শিহাব শিবু। তিন দিনের মধ্যে গানের কাজ শেষ করি। এরপর আমরা ভাবছিলাম, ভিডিও করব কি না। পরে ভিডিও করি। পুরো গানের মা-বাবা আমি আর মুজা। মিউজিক থেকে শুরু করে গান লেখা—সবকিছুই আমরা করেছি।’
গত ২৭ জানুয়ারি ইউটিউবে প্রকাশের পর আস্তে আস্তে শ্রোতার সংখ্যা বাড়ছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে টিকটক, রিলস, ইউটিউবে গানটি ছড়িয়ে পড়ে, মিলিয়ন মিলিয়ন ভিউ হতে থাকে। গানটি ভারতেও খুব জনপ্রিয়তা পায়।

আরও পড়ুন