কোল্ডপ্লে কনসার্টে ‘অস্বস্তিকর’ ভিডিও, পরকীয়ার গুঞ্জন
১৬ জুলাই বোস্টনে পারফর্ম করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’। কনসার্টটি রয়েছে আলোচনায়। তবে গান কিংবা পরিবেশনা নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে দর্শকের ‘অস্বস্তিকর মুহূর্ত’। পরকীয়ার জোর গুঞ্জন ঘিরে কনসার্টটি নিয়ে এখন চলছে তুমুল চর্চা।
কনসার্ট চলাকালীন অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থার এইচআর–প্রধান ক্রিস্টিন ক্যাবট। ক্যামেরার নজর তাঁদের ওপর বুঝতে পেরেই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে লজ্জায় মুখ ঢেকে রাখেন ক্রিস্টিনও। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সেই ভিডিও ভাইরাল হয়েছে।
স্টেজে তখন পারফর্ম করছিলেন ক্রিস মার্টিন। মার্টিন তখন মঞ্চ থেকে বলেন, ‘দেখো তো ওদের, কী সুন্দর একটা মুহূর্ত!’ কিন্তু এরপরই পাল্টে যায় দৃশ্যপট। ওই যুগলের অস্বস্তিকর প্রতিক্রিয়ায় মার্টিন একটু থমকে গিয়ে বলেন, ‘ওহ, কী হলো? এরা হয়তো সম্পর্কে আছে, নাহলে খুব লাজুক।’ তারপরও আরেকটু এগিয়ে তিনি বলেন, ‘আচ্ছা, আমরা কোনো খারাপ কিছু করে ফেললাম না তো?’
অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তাঁর স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তাঁর পাশে বসা ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে, তিনি এক সন্তানের মা।
এক এক্স ব্যবহারকারীর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই অ্যান্ডি বায়রনের স্ত্রী মেগান কেরিগান ফেসবুকে নিজের বিবাহিত পদবি ‘বায়রন’ মুছে ফেলেছেন। যার থেকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এখন পর্যন্ত অ্যাস্ট্রোনোমার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, সিইও ও এইচআর–প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক সংস্থার নৈতিকতা ও কর্মপরিবেশে কী বার্তা দেয়? অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবট দুজনই এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে কনসার্টের একটি মুহূর্ত যে কীভাবে পেশাদার জীবনের বড় বিতর্কে পরিণত হতে পারে, তার এক বিরল উদাহরণ হয়ে থাকল এই ঘটনা।
অ্যান্ডি বায়রনের প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমা কাজ করে এআই ও ডেটা নিয়ে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার।