চিরকুট ছাড়ার পর বেঙ্গল সিম্ফনি নিয়ে পথচলা ইমন চৌধুরীর

ইমন চৌধুরী (মাঝে) ও বেঙ্গল সিম্ফনি সদস্যরাছবি : গানের ভিডিও থেকে

চিরকুট ব্যান্ড দিয়ে পরিচিতি পান ইমন চৌধুরী। দেশ–বিদেশে স্টেজ শো করেছেন। ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে চিরকুট ছাড়ার ঘোষণা আসে ইমন চৌধুরীর। তারও আগে থেকে অবশ্য চিরকুট ব্যান্ডে অনিয়মিত ছিলেন ইমন চৌধুরী। ব্যান্ড চিরকুট থেকে সরে আসার পর এক বছরের বেশি সময় ধরে ইমন চৌধুরী তাঁর সমমনা বন্ধুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। এবার নতুন নামে আত্মপ্রকাশ করলেন ইমন ও তাঁর বন্ধুরা। নাম দিলেন বেঙ্গল সিম্ফনি। ইমন চৌধুরীর এই গানের দল থেকে প্রকাশিত হয়েছে প্রথম গান। গাওয়ার পাশাপাশি ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

আরও পড়ুন

ইমন চৌধুরী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘“ফুল নেয়া ভালো নয় মেয়ে/ ফুল নিলে ফুল দিতে হয়/ ফুলের মতন প্রাণ দিতে হয়…” লাইনগুলো পল্লিকবি জসীমউদ্‌দীনের; তার “হলুদ বরণী” কাব্যগ্রন্থের “ফুল নেওয়া ভালো নয়” কবিতার। পঙ্‌ক্তিতে এবার সুর বসেছে, তৈরি হয়েছে গান। কবিতার নামেই রাখা হয়েছের গানের শিরোনাম।

আজ রোববার দুপুরে কথা হয় ইমন চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ‘এক–দেড় বছর ধরে এই টিম নিয়ে কাজ করছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম, নিজেদের মধ্যে কতটা বোঝাপড়া হয়। আমাদের মিউজিক্যাল টেস্ট কোন দিকে যায়, হঠাৎ করে তো একটা দল গঠন করা যায় না। আমাদের স্টাইল কী হবে, ভবিষ্যতে কী করব আমরা, জনরা কী হবে—এগুলো নিয়ে কাজ করছিলাম। শেষ পর্যন্ত আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, কোন পথে হাঁটব। বলতে পারেন, সেই পথ খুঁজে পেয়েছি, যে পথের নাম বেঙ্গল সিম্ফনি।’
বেঙ্গল সিম্ফনিকে বাংলার ঐক্যতান উল্লেখ করে ইমন চৌধুরী বললেন, ‘আমরা বাংলাদেশি, বাংলার মিউজিকে আমাদের দেশকে যতটা সমৃদ্ধ করা যায়, নতুন গানের দল নিয়ে সেটাই করব। সেভাবেই করে যাব। সত্যি বলতে, বাংলার গান সবাই মিলে করলে যে অনুভব তৈরি হয়, বেঙ্গল সিম্ফনি সেটাই।’

ইমন চৌধুরী
ছবি : গানের ভিডিও থেকে

গানের দলের প্রথম গান পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে নেওয়ার প্রসঙ্গ উঠতেই ইমন বললেন, ‘আমরা মৌলিক গানও করছি, ওটার কাজ চলছে। আমরা একেক সময় একেক ভাবনা নিয়ে এগোব। প্রথম শুরু করলাম মিষ্টি আঙ্গিকের একটা গান দিয়ে। আমরা যারা বেঙ্গল সিম্ফনিতে আছি, এই গানে তার একটা অংশের প্রতিনিধিত্ব ছিল। কবির গান দিয়ে শুরুর একটাই কারণ, তিনি আমাদের দেশের পল্লিকবি। আমরা সবাই মিলে চেয়েছিও পল্লিকবির গান নিয়ে যাত্রা শুরু করতে। চাইছিলাম, মিষ্টি পরিসরে করতে, সে ক্ষেত্রে পল্লিকবির এই কবিতায় আমাদের সমর্থন ছিল সবচেয়ে বেশি। অন্য যে গানগুলো করছি, কোনো না কোনো একটা ভাবনা নিয়ে করছি।’

আরও পড়ুন

কথায় কথায় ইমন চৌধুরী বললেন, ‘আমরা লোকগানের সঙ্গে আধুনিকের একটা সংমিশ্রণ এবং অবশ্যই তা সময়ের গান হিসেবেই উপস্থাপন করব। আমাদের শিকড় থেকে আমরা সরব না।’

জানা গেছে, বেঙ্গল সিম্ফনি ২০ জনের একটি দলের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সময়ে এই সদস্যসংখ্যা কমবেশি হবে। ‘ফুল নেয়া ভালো নয়’ গানের ভিডিও বানিয়েছেন কনক খন্দকার। কক্সবাজারে গানটির দৃশ্যধারণ করা হয়েছে বলে জানালেন ইমন চৌধুরী।