কোক স্টুডিওর গানে এ আর রাহমানকন্যা
বিশ্বের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের জনপ্রিয় প্ল্যাটফর্ম কোক স্টুডিও। এরই মধ্যেই পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এ সংগীতবিষয়ক এই প্ল্যাটফর্ম। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘সাগাভাসি’ শিরোনামের একটি গান দিয়ে যাত্রা শুরু করেছে কোক স্টুডিওর নতুন প্ল্যাটফর্ম কোক স্টুডিও তামিল। ‘সাগাভাসি’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমানকন্যা খাতিজা রাহমান। গানটিতে খাতিজার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তামিল র্যাপার আরিভু। সাগাভাসি গানের কথা লিখেছেন এবং সংগীতায়োজনও করেছেন আরিভু।
সাগাভাসি গানটি প্রকাশের তামিল ছাড়িয়ে ভারতের অন্যান্য অঞ্চলেও সাড়া ফেলেছে। এ গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এ আর রাহমানকন্যা। ১ ফেব্রুয়ারি কোক স্টুডিও তামিলের ইউটিউব চ্যানেল প্রকাশ হওয়া এই গানের ভিউ এরই মধ্যে ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
সাগাভাসি গানে প্রকৃতির সঙ্গে মানুষের মধ্যকার বন্ধনের বিষয়টি ফুটে উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে খাতিজা রাহমান বলেন, ‘এ গানের বিষয়বস্তুর সঙ্গে আমি একাত্মবোধ করি। কেননা, আমি নিজেও প্রকৃতির কাছাকাছি থাকতে উপভোগ করি। আমি ফুল, প্রকৃতি, পাহাড়, পাখি, সমুদ্র খুবই পছন্দ করি। তাই আমার মনে হয়, এ রকম ধারণায় গান আসলেই দারুণ।’
গানটি তাঁর বাবা এ আর রাহমান শুনেছেন কি না জানতে চাইলে খাতিজা বলেন, ‘বাবা গানটি শুনেছেন এবং তিনি আমাকে নিয়ে গর্বিত। এভাবেই আমাকে গান চালিয়ে যেতে বলেছেন। আমি খুশি যে তিনি গানটা পছন্দ করেছেন।’