গায়ক ও নায়িকার অন্য রসায়ন
মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে গায়ক আর নায়িকার পরিচয়। পরে সেটা গড়ায় বিয়েতে। এরপর সৈয়দ অমি আর আঁচল আঁখির জুটি উপহার দিচ্ছে একের পর এক হিট গান। তাঁদের নতুন গান ‘পরি পাইছি রে’ এখন রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। অমি ও আঁচলের রসায়ন নিয়ে লিখেছেন নাজমুল হক
‘ও জান রে’ গানের ভিডিও চিত্রের শুটিং। সৈয়দ অমির সেই গানের মডেল চিত্রনায়িকা আঁচল আঁখি। এভাবেই পরিচয়। তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন ডালপালা মেলছে, তখনই প্রকাশ্যে আসে বিয়ের খবর। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা, যদিও খবরটি জানান ২০২৩–এর নভেম্বরে। আঁচলের কথায়, ‘গানটি মুক্তির কিছুদিন পর একটি রেস্তোরাঁয় আমাদের দেখা হয়। সেখানে সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দেয় ও। আমি তো তার সাহস দেখে অবাক, আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব! ও বলে, আগে থেকেই নাকি আমাকে পছন্দ করে। আমার সিনেমার ভক্ত। তার পরিবারের সঙ্গে কথা বলতে বলে। এ–ও বলে, সব দেখার পর পছন্দ না হলে আমার সামনে আর আসবে না। ওর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পর সবকিছু মিলে যায়। এভাবেই বিয়েটা হয়।’
বিয়ে নিয়ে অমি বলেন, ‘আমাদের অল্প কয়েক দিনের পরিচয়। বিয়ের পরই চেনাজানা শুরু হয়। বিয়েটা হুট করেই হয়েছে। বিয়ের পরই আমরা জানাতে চেয়েছিলাম। তখন কোভিড মহামারি ছিল। হঠাৎ করেই আমার মা মারা যান। অনুষ্ঠান করার মনমানসিকতাও ছিল না। কাউকে বলাও হয়নি।’
‘অখ্যাত গায়ক’কে বিয়ে
ছোটবেলা থেকেই নাচ শিখেছেন আঁচল। ২০১১ সালে ভুল সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। এরপর জটিল প্রেম, কিস্তিমাত, সুলতানা বিবিয়ানা করে পরিচিতি পান। অন্যদিকে পাঁচ বছর আগেও শিল্পী হিসেবে অমির তেমন পরিচিতি ছিল না। তাই ‘অখ্যাত গায়ক’কে বিয়ে করেছেন, অনেক কাছের মানুষই আঁচলকে কথা শুনিয়েছেন। ‘বাইরের মানুষেরা বলেছেন, “কয় দিন? দুদিন পরই ওকে ছেড়ে দেবে।” আর ভেতরের মানুষেরা বলেছেন, “তুমি কি পাগল? এ ছেলেকে কেন বিয়ে করেছ, তুমি তো প্রতিষ্ঠিত কাউকেই বিয়ে করতে পারতে।” আসলে সরলতার জন্যই শূন্য পকেটের ছেলেটার হাত ধরেছিলাম,’ বলছিলেন আঁচল।
মানুষের এসব কথায় প্রচণ্ড জেদ হয়, অমিকে নতুন করে তৈরির চেষ্টা করেন আঁচল। নায়িকার কথায়, ‘ওকে বোঝাই, “তোমার মধ্যে প্রতিভা আছে, জাস্ট লেগে থাকো, আমাদের দিন আসবে।” ওকে নাচ শেখাতে লাগলাম, মিউজিক ভিডিওতে অভিনয় করতে লাগলাম। সে সময় আরও অনেক বড় প্রযোজনা সংস্থা থেকে মিউজিক ভিডিওর প্রস্তাব পেলেও করিনি।
আমি তো সিনেমার নায়িকা, শুধু ওর জন্যই মিউজিক ভিডিওতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, ওর গান থেকে আমাদের জুটি সবাই পছন্দ করেছে বলেই আজকের এই সাফল্য। যেসব মানুষ ওকে নিয়ে বাঁকা কথা বলত, এখন তারাই ওর সঙ্গে দেখা করতে চায়, গানের প্রশংসা করে। তখন আনন্দে চোখে পানি আসে।’
আঁচলের কথার সঙ্গে যোগ করে অমি বলেন, ‘কে কী বলছে, তা প্রতিদিন দুজন দুজনকে শেয়ার করতাম। আমার কাছের মানুষেরা বলত, “নায়িকা বিয়ে করেছ, ওদের ক্যারিয়ারে কত বিতর্ক।” আসলে দুজনের প্রতি দুজনের এ বিশ্বাসই আমাদের ভিত শক্ত করেছে। আমি যে নাচি, সব অবদান আঁচলের। এক্সপ্রেশন থেকে অভিনয়, সবকিছুই ধরে ধরে শিখিয়েছে ও।’
আঁচল-অমির জুটির রসায়ন
ভিউয়ের দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’, আলোচনায় ছিল তাঁর আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’। চলতি বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া ‘পরি পাইছি রে’ গানটিও সাড়া ফেলেছে। গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে আট দিন ধরে ১ নম্বরে আছে। এই হিট তিনটি গানের ভিডিওতে অমির বিপরীতে অভিনয় করেছেন আঁচল, গানের পাশাপাশি ভিডিওগুলোও দর্শকের নজর কেড়েছে। জুটির সফলতার রহস্য নিয়ে আঁচল বলেন, ‘প্রথমেই আমি ওকে শর্ত দিয়েছিলাম, বড় পরিসরে কাজ করতে হবে। আমি সিনেমার নায়িকা, সেভাবে পর্দায় তুলে আনতে হবে। আমাদের মিউজিক ভিডিওগুলোতে দেখবেন, সিনেমার গানের একটা আবহ রাখার চেষ্টা করি। এতে আমার ভক্তরাও সিনেমার গানের মতোই এগুলো গ্রহণ করেছেন। সবার অবদানেই গানগুলো হিট হয়েছে।’
অমির কথায়, ‘কোন গান হিট হবে, তা তো কেউ বলতে পারে না। তবে দর্শকেরা আমাদের পছন্দ করেন, এটা প্রেরণা হিসেবে কাজ করেছে। দেখবেন, অন্য মডেলের সঙ্গে আমার যখন কোনো গান প্রকাশিত হয়, তখন মন্তব্যের ঘরে অনেকেই সেখানে আঁচলকে মিস করার কথা বলেন।’
কী আসছে
মুক্তির অপেক্ষায় আছে আঁচলের আটটি সিনেমা। নতুন কিছু কাজের কথাও এগিয়েছে। আগামী ঈদে দেখা যেতে পারে ওটিটি ও নাটকে। অমির প্রস্তুতি ভালোবাসা দিবস ও ঈদ ঘিরে। সর্বশেষ মালয়েশিয়াতে শেষ করে এসেছেন আটটি গানের শুটিং। ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে গানগুলো মুক্তি পাবে নিজের ইউটিউব চ্যানেলে।