‘দ্য স্কুল অব রক’ কনসার্টে অব্যবস্থাপনার অভিযোগ, যা বললেন আয়োজকেরা

আইসিসিবিতে ঢোকার মুখ থেকেই সারি বেঁধে শ্রোতাদের ভেতরে ঢোকানো হয়ছবি: ফেসবুক

জেমসের সঙ্গে এক মঞ্চে গাইবে ওয়ারফেজ; সঙ্গে সোনার বাংলা সার্কাস, আফটার ম্যাথও রয়েছে। ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’ কনসার্ট নিয়ে ব্যান্ডসংগীতের অনুরাগীরা আগ্রহী ছিলেন। তবে টিকিট কেটে কনসার্টে গিয়ে ভোগান্তির কথা বলেছেন অনেক শ্রোতা।
গত শুক্রবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এই কনসার্ট আয়োজন করেছে ইটিসি ইভেন্টস। আইসিসিবিতে ঢোকার মুখ থেকেই সারি বেঁধে শ্রোতাদের ভেতরে ঢোকানো হয়, এতে মূল সড়কেও জটলা দেখা গেছে।

একপর্যায়ে গেট বন্ধ করে দেওয়া হয়। টিকিট কেটেও ঢুকতে না পারায় বিক্ষুব্ধ হয়ে পড়েন শ্রোতারা। টিকিট থাকলেও কনসার্ট না শুনেই ফিরতে হয়েছে অনেককে।
নাম না প্রকাশের শর্তে এক শ্রোতা আজ রোববার বিকেলে প্রথম আলোকে জানান, টিকিট কেটেও অনেকে ঢুকতে পারেনি। আবার টিকিট ছাড়াও অনেকে ঢুকে পড়েন মিলনায়তনে। ফলে ধারণক্ষমতার চেয়েও বেশি মানুষের চাপে টিকে থাকাই কঠিন ছিল। ভেতরে কয়েক দফায় মারামারির ঘটনাও ঘটেছে।

অভিযোগের বিষয়ে ইটিসি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মারুফা ইয়াসমিন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘যাঁরা পরে এসেছিলেন, তাঁরা ঢুকতে পারেননি। বাধ্য হয়ে গেট বন্ধ করে দিতে হয়েছে।’

টিকিট ছাড়া ঢোকার অভিযোগ স্বীকার করে মারুফা বলেন, ‘ক্রাউডের জন্য সিকিউরিটিরা চেক করতে পারেননি। পরবর্তী সময়ে আমরাও এসব বিষয় মাথায় রাখব।’

আরও পড়ুন