কারও মিসেস হওয়ার চেয়ে মিউজিশিয়ান হওয়া ভালো...

মিলাছবি : সংগৃহীত

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না মিলা, আগ্রহীদের পাঠাতে বললেন বায়োডাটা। এমন একটি কথা মজা করে বলেছিলেন একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে। গতকাল সেই খবর প্রকাশ্যে আসার পর নানা প্রশ্নের মুখে পড়েন এই গায়িকা। অনেকে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে বায়োডাটা পাঠাতে থাকেন। এতে খানিকটা অস্বস্তিতে পড়েন এই সংগীতশিল্পী। আজ সোমবার সকালে প্রথম আলোকে মিলা জানান, কারও মিসেস হওয়ার চেয়ে মিউজিশিয়ান হওয়াটা ভালো। তিনি সেদিকে মনোযোগী। আপাতত তাঁর সব প্রেম-ভালোবাসা সংগীত ঘিরেই।

বিয়ে নিয়ে চিন্তা নেই কেন, এমন প্রসঙ্গ উঠতেই মিলা বলেন, ‘ওই যে বললাম, আমি এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। কারণ, কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। গানের জায়গাটাই আমার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা মনে হয়, যেটা সব সময় আমার সাথে ছিল। বিয়ে আমার জন্য এখন এত গুরুত্বপূর্ণ না। আবার কাজে ফিরে নিয়মিত মিউজিক করছি, এতে ভালো থাকছি। নিজেও খুবই খুশি। পজিটিভ ভাইব পাচ্ছি। তাই এখন আমি কোনো ছেলের প্রয়োজন অনুভব করছি না।’

মিলা ইসলাম
ছবি: সংগৃহীত

কথা প্রসঙ্গে মিলা বললেন, ‘একটা বিয়ে মানে একটা দায়িত্ব নেওয়াও। পরিবার ও সংসার অনেক দায়িত্বের বিষয়। এই দায়িত্ব এখন নিতে চাইছি না। আমার কাছে মনে হয়, বিয়ে করলে মন-মানসিকতা ভাগ হয়ে যায়। তাই মনে হচ্ছে, কারও মিসেস হওয়ার চেয়ে মিউজিশিয়ান হওয়াটা ভালো মনে হচ্ছে।’

এখন কারও মিসেস হতে চাইছেন না, অথচ আট বছর আগে আপনার ক্যারিয়ারের ব্যস্ত সময়ে ‘মিসেস’ জীবনটা বেছে নিয়েছিলেন। এমন প্রসঙ্গ তুলতেই মিলা বললেন, ‘আসলে আমার পিক টাইম সব সময়, যখনই আমি ট্র্যাকে আছি, সেটাই আমার পিকটাইম। যখনই আমি মিউজিক করতে চাইব, টিকে থাকতে চাইব, সেটাই আমার সেরা সময়। আমি যদি সিরিয়াস হই, আমার গান যদি ভালো হয়, মানুষ আমার গান শুনবেই। এ ছাড়া কারও মিসেস হওয়া মানে তো মিসেস হওয়া। নিজের পরিচয় থাকে না। মিউজিশিয়ান তো আমার সম্মানের জায়গা। আমার নিজেরই পরিচয়। তাই আমার জন্য এটাই তো গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন
মিলা

এদিকে আবার বিয়ে প্রসঙ্গে ফেসবুকেও একটি পাস্ট দিয়েছেন মিলা। সেখানে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমি ক্যারিয়ারকে “বিয়ে” করেছি। বিষয়টি নিয়ে একটি ইন্টারভিউতে প্রশ্ন করায় আমি মজার ছলে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাবব, আপনাদের জানিয়ে বিয়ে করব। নতুন অনেক কাজ করছি, কনসার্ট করছি। আশা করব, আমার বিয়ের জন্য দোয়া না করে ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাবেন।’

আরও পড়ুন
মিলা।
ছবি: প্রথম আলো

সংগীতশিল্পী মিলার সঙ্গে বৈমানিক পারভেজ সানজারির ১০ বছরের প্রেমের সম্পর্ক শেষে বিয়ে হয়। মতের অমিলের কারণে পরে তাঁরা দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আট বছর আগে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এর পর থেকে মিলা গান নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছেন।

মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। পরের বছর ‘চ্যাপ্টার-২’ প্রকাশিত হয়। ২০০৯ সালে প্রকাশিত হয় রি-ডিফাইন্ড। তিনটি অ্যালবামে সুরকার ও সংগীত পরিচালক ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। সামনে সৌদি আরবে গান গাইতে ঢাকা ছাড়ছেন মিলা। এরপর মিলা যাবেন কানাডায়, সেখানে একাধিক স্টেজ শোতে অংশ নেবেন। এর বাইরে নতুন গানও বানাচ্ছেন। এরই মধ্যে ‘ইনসাফ’ চলচ্চিত্রে একটি গানও গেয়েছেন মিলা।

আরও পড়ুন