নারী দিবসে ইউএনডিপির ‘কাল জয়ী নারী’ গান

বাংলাদেশে নারীদের এগিয়ে যাওয়ার গল্প নিয়ে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক্সিলেটর ল্যাবের উদ্যোগে তৈরি করা হয়েছে ‘কালজয়ী নারী’ শিরোনামের একটি গান

আন্তর্জাতিক নারী দিবসে এবারের মূল প্রতিপাদ্য ‘নেতৃত্বে নারী’। তার সঙ্গে মিল রেখে বাংলাদেশে নারীদের এগিয়ে যাওয়ার গল্প নিয়ে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক্সিলেটর ল্যাবের উদ্যোগে তৈরি করা হয়েছে ‘কালজয়ী নারী’ শিরোনামের একটি গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ১১ জন তরুণ শিল্পী। আমজাদ হোসেন, আরমীন মুসা, ডি রকস্টার শুভ, এলিটা করিম, জোহান আলমগীর, লাভিক কামাল গৌরব, মোক্তাদির দেওয়ান, নাহার, পল্বাশা সিদ্দিক, সোহারা মেহরোজ ও তাসফি। এলিটা করিম বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলো। আমি বললাম, ‘‘গাইব।’’ আমজাদ হোসেনের স্টুডিওতে রেকর্ডিং হলো। দুজন দেশের বাইরে ছিলেন। তাঁরা সেখান থেকে রেকর্ড করে পাঠিয়েছেন। আরেক দিন মিউজিক ভিডিওর জন্য শুটিং হলো। এই তো।’
‘নন্দিনী হতে পারি, বন্দিনী না’ গানের এই কথার সঙ্গে তৈরি করা হয়েছে মিউজিক ভিডিও। নারীরা বন্দীদশা থেকে বেরিয়ে এসে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, এই বিষয় তুলে ধরা হয়েছে সেখানে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ১১ জন তরুণ শিল্পী। আমজাদ হোসেন, আরমীন মুসা, ডি রকস্টার শুভ, এলিটা করিম, জোহান আলমগীর, লাভিক কামাল গৌরব, মোক্তাদির দেওয়ান, নাহার, পল্বাশা সিদ্দিক, সোহারা মেহরোজ ও তাসফি।

খেলাধুলায় পরিবারের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া, উত্তাল সমুদ্রে সার্ফিং করা, পাহাড়ি নারীদের এগিয়ে চলা, স্থাপনার কাজ, চা–শ্রমিকদের প্রতিদিনের জীবন, নারীর দক্ষ হাতে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলো উঠে এসেছে সেখানে। উন্নয়ন কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান, আইনশৃঙ্খলা বাহিনীতে নারীর শক্ত হাতের কাজ, সাংবাদিকতা, শিক্ষকতা, শিল্প ও চারুকলা, চিকিৎসাসহ বিভিন্ন পেশার নারীদের সাফল্য তুলে ধরা হয়েছে গানটির ভিডিওচিত্রে।
নারী দিবসের এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এই প্রকল্পের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন পালবাস সিদ্দিক। গানটি লিখেছেন তুষার হাসান। মিউজিক ভিডিও তৈরি করেছেন সৌরভ কুন্ডু।
৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত হবে গানটি।