নোবেল–কাণ্ডে তরুণ গায়ক লিখলেন, ‘খুব কষ্ট পেয়েই এই পোস্ট দিলাম...’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী দম্পতির সংসার কেমন যাচ্ছে, সেটাই বলে দিচ্ছে ছবিটি। আদনান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বউয়ের যত্নে সর্বদা নিয়োজিত।’
ছবি: ফেসবুক
২ / ৫
কানাডা ঘুরতে গিয়েছেন অভিনেতা ও পরিচালক ইসতিয়াক আহমেদ রুমেল। সেখানে গিয়েও তাঁকে হঠাৎ করেই নাটকে নাম লেখাতে হয়েছে। তিনি লিখেছেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।’ নাটকটি পরিচালনা করছেন অভিনেতা কামাল হোসেন বাবর।
ছবি: ফেসবুক
৩ / ৫
ঈদে ‘আশিকি’ দিয়ে আলোচনায় এসেছিলেন ফারহান আহমেদ জোভান। এবার আইশা খানের সঙ্গে মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘আবেগ।’ নাটকটির প্রচারণায় জোভান লিখেছেন, ‘আবেগ এখন হিসেব চায়, কারণ নিঃস্ব মানুষগুলো আজকাল সবচেয়ে বেশি ঠকে।’
ছবি: ফেসবুক
৪ / ৫
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, গায়ক নোবেল এক ব্যক্তিকে মারছেন। ঘটনায় নতুন করে আলোচনায় আসেন নোবেল। সেই ঘটনা নিয়ে তরুণ আরেক গায়ক খাইরুল ওয়ার্সি লিখেছেন, ‘নোবেল কি সত্যি সত্যি নোবেল নিবার চায় নাকি? মাতলামির একটা সীমা থাকা উচিত। খুব কষ্ট পেয়েই এই পোস্ট দিলাম, ছি...’
ছবি: ফেসবুক
৫ / ৫
সাজেকে ঘুরতে গিয়েছেন তরুণ অভিনেতা ইমতু রাতিশ। তিনি লিখেছেন, ‘এক্সকিউজ মি সাজেক, আমি আসছি, ডোন্ট মাইন্ড।’ সেখানে তাঁর শুটিং রয়েছে।
ছবি: ফেসবুক
আরও পড়ুন