তিনি ৫ বার সেরা আবেদনময়ী ও কাঙ্ক্ষিত নারীর তালিকায় ছিলেন

অভিনেত্রী এমানুয়েল শ্রিকি শুধু চেনা মুখ বা জরিপের সুন্দরী তারকা নন, বরং তিনি একজন স্বপ্নদ্রষ্টা, পরিশ্রমী আর বাস্তবমুখী অভিনেত্রী। তাঁর জীবন ও ক্যারিয়ার নমনীয়তা, ধৈর্য, আত্মনির্ভরশীলতা ও পেশাগত দায়িত্ববোধের মিশেল। আজ এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর তাঁর জন্ম। বিশেষ এই দিনে দেখে নিতে পারেন দীর্ঘ ক্যারিয়ারে তাঁর জানা–অজানা কথাগুলো।
১ / ৬
শৈশব থেকে অভিনয়ের ইচ্ছা ছিল। মাত্র ১০ বছর বয়সে ম্যাকডোনাল্ডস-এর একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে তাঁর অভিনয়জীবন শুরু হয়। ১৯৯৫ সালে তিনি টিভি সিরিজে নাম লেখান।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
কানাডায় জন্ম হলেও তাঁর পরিবার এসেছিল মরক্কো থেকে। তবে হলিউডে নাম লেখাতে পরিশ্রম করতে হয়েছে। ১৯৯৫ সালে ‘ড্রেট্রইট রক সিটি’ সিনেমা দিয়ে হলিউড নাম লেখান। এটি ছিল তাঁর প্রথম গুরুত্বপূর্ণ উপস্থিতি।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
একাধিক প্রতিযোগিতায় তিনি অংশ নিতেন। চারবার সেরা আবেদনময়ীর শীর্ষ তালিকায় জায়গা পান। আস্কমেনডটকমের তালিকায় ২০১০ সালে ৯৯ কাঙ্ক্ষিত নারীর মধ্যে শীর্ষে ছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
৪. ৫০ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, নারীদের আত্মবিশ্বাস থাকা জরুরি। আত্মবিশ্বাসই তাঁদের ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে আকর্ষণীয় করে তোলে।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
প্রয়োজন ছাড়া শুটিংয়ে মেকআপ নিতে চাইতেন না। এই অভিনেত্রী স্বাভাবিক মেকআপে শুটিং করতেন।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৬ / ৬
ব্যক্তিগত জীবনে তিনি মনে করতেন, নারীদের উচিত নয় পুরুষের কাছে তাঁর দুর্বলতা প্রকাশ করা। এ নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তোমার অনিশ্চয়তা বা দুর্বলতা কোনো পুরুষের কাছে কখনোই প্রকাশ কোরো না। কারণ, ১০ জনের মধ্যে ৯ জন জানেই না যে সেগুলো তোমার মধ্যে আছে।’
ছবি: আইএমডিবি