‘সাপের মতো উনি খোলস বদলান’, মিঠুন চক্রবর্তীকে তৃণমূলের মুখপাত্র

মিঠুন চক্রবর্তী
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

গত বছরের শেষভাগে ‘প্রজাপতি’ সিনেমা নিয়ে বড় পর্দায় এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেব। ছবিটি তাঁরা কলকাতার নন্দনে মুক্তি দেওয়ার চেষ্টা করলেও নন্দন কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি।

বিজেপির অভিযোগ ছিল, মিঠুন বিজেপি করেন বলেই ছবিটির জায়গা হয়নি নন্দনে। যার জবাব দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, দেব ভালো ছেলে, কিন্তু মিঠুনের জন্যই ছবি ডুবেছে। ‘প্রজাপতি’ ছবির সঙ্গে ‘টনিক’ ছবির তুলনা করে তিনি বলেছিলেন পরান বন্দ্যোপাধ্যায় ১০ গোল দিয়েছেন।

অভিনেতা মিঠুন চক্রবর্তী
ছবি: ভাস্কর মুখার্জি

কুনাল ঘোষের বক্তব্য নিয়ে বিতর্কের মধ্যে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁকে এক হাত দিয়েছেন মিঠুন চক্রবর্তী। আজ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাওয়ার প্রাক্কালে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘এলিতেলিদের আমি জবাব দিই না। ওসব গঙ্গারামদের আমি জবাব দিই না।’

মিঠুনের বক্তব্যের জবাবে কুনাল ঘোষ বলেছেন, ‘একদিন তো আমাকে নিয়েই মমতার কাছে গিয়ে তাঁর হাত ধরে ঝামেলা মেটাতে হয়েছিল। রাজনৈতিক কারণে বহুবার মিঠুন চক্রবর্তীর আমার সাহায্য নিতে হয়েছে। আমাকে দিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দরবারে পদ্মশ্রীর সুপারিশ করতে হয়েছিল। তবে ঠিক, মিঠুনদা একজন ভালো অভিনেতা।’

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

এরপরেই কুনাল ঘোষ মিঠুনকে কটাক্ষ করে বলেন, ‘উনি তো নিজেকে সাপ বলেন। সাপের মতো উনি মৌসুমে মৌসুমে খোলস বদলান।’

তৃণমূল কংগ্রেসের নেতা দেব বলেছেন, ‘কুনালদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। তবে একটাই কথা বলব। উনি রাজনৈতিক মুখপাত্র। আমার মনে হয়, সিনেমা নিয়ে উনার পড়াশোনা নেই। তবে মনে করি, সিনেমাটা আমার ওপর ছেড়ে দেওয়া উচিত।’
দেবের প্রশ্ন, ‘মিঠুনদা আর আমি বাবা-ছেলের মতো থাকতে পারলে বিজেপি-তৃণমূলে খুনোখুনি কেন?’

‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন ও দেব
ছবি: সংগৃহীত

নির্মাতা অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন ও দেব ছাড়াও অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য, মমতা শংকর, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অম্বরীশ ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়।

আরও পড়ুন
আরও পড়ুন