প্রসেনজিতের ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করেই তারকা হয়েছেন সালমান খান

সালমানের আগে ছবিটিতে তাঁর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেকোলাজ

১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়েই রাতারাতি তারকাখ্যাতি পান সালমান খান। সুরজ বরজাতিয়ার ছবিটি ছিল আশির দশকের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। তবে জানেন কি, সালমানের আগে ছবিটিতে তাঁর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। খবর টাইমস অব ইন্ডিয়ার

দীর্ঘ বিরতির পর আবারও হিন্দিতে কাজ করেছেন প্রসেনজিৎ। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘জুবিলি’ মুক্তি পাবে আগামীকাল। সিরিজটির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হতেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রসঙ্গ তোলেন সাংবাদিকেরা।

উত্তরে অবশ্য প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে প্রসেনজিৎ বলেন, ‘বাদ দিন না, ওই প্রসঙ্গ ভুলে যান।’

জানা যায়, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র গল্প পছন্দ হলেও আগে থেকেই একটি বাংলা সিনেমার পূর্বনির্ধারিত শুটিং থাকায় ছবিটি করতে পারেননি তিনি। কিন্তু বাংলা ছবিটি বাদ দিয়ে কি হিন্দিতে কাজ করা যেত না? এ প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রসেনজিৎ, ‘আমি বাংলায় ক্যারিয়ার ঝুঁকে ফেলতে চাইনি।’

‘জুবিলি’র প্রচারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অদিতি রাও হায়দারি
এএফপি

তবে অভিনেতা জানান, পরিচালক সুরজ বরজাতিয়া ও অভিনেত্রী ভাগ্যশ্রীর সঙ্গে তাঁর এখনো যোগাযোগ আছে।

হিন্দিতে কাজ না করলেও পশ্চিমবঙ্গে সিনেমায় বড় তারকা প্রসেনজিৎ। সর্বশেষ বলিউডে তাঁকে দেখা যায় দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সিনেমা ‘সাংহাই’তে।

আরও পড়ুন

বলিউডে কম কাজ করা নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘আঞ্চলিক অভিনেতারা হিন্দিতে বেশি কাজ পায় না। এ ছাড়া গত এক দশকে আমি বাণিজ্যিক সিনেমার বদলে নতুন পরিচালকের সঙ্গে কাজে মনোযোগী হয়েছি।’

প্রসেনজিৎ অভিনীত ‘জুবিলি’ তৈরি হয়েছে বলিউডের স্বর্ণযুগের প্রেক্ষাপটে। সিরিজে উঠে আসবে এক স্টুডিওর কর্ণধারের জীবনের নানা দিক ও তাঁর সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের জীবনের গল্প।

বিক্রমাদিত্য মোতয়ানি পরিচালিত সিরিজটিতে প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাব্বি, অপারশক্তি খুরানা।