ঢাকার ওয়েব সিনেমায় শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্রছবি: সংগৃহীত

উত্তর কলকাতা থেকে বোলপুর—নতুন চরিত্রের দৃশ্যধারণে ছুটছেন শ্রীলেখা মিত্র; গল্পের প্রয়োজনে কলকাতার অলিগলিতে দৃশ্যধারণ হলেও সিনেমাটি ঢাকার। গতকাল কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে সিনেমার খবর দিয়েছেন টলিউডের এ জনপ্রিয় নায়িকা। শ্রীলেখা প্রথম আলোকে জানান, ‘কলকাতা ডায়েরিজ’ নামে একটি ওয়েব সিনেমায় অভিনয় করছেন তিনি।

শ্রীলেখা মিত্র
ছবি: সংগৃহীত

ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে ৯০ মিনিটের সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশেদ রাহা, গল্পও তাঁর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার।
চিত্রনাট্যকার খায়রুল বাসার জানান, গল্পে শ্রীলেখার চরিত্রের নাম অনামিকা সাহা, যে পেশায় একজন সফল উদ্যোক্তা, নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে।
পরিচালক রাশেদ রাহা জানান, ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে, গতকাল দৃশ্যধারণ শেষ হয়েছে। সিনেমাটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

শ্রীলেখা মিত্র, দর্শনা বণিক ও পরিচালক রাশেদ রাহা
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

সিনেমায় শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।
এর আগে রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘ভালোবাসা দার্জিলিং’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হয়।
মাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেছেন শ্রীলেখা।

আরও পড়ুন
অনামিকা সাহা চরিত্রে শ্রীলেখা মিত্র
ছবি: সংগৃহীত

শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে, দেশভাগের সময় ভারতে পাড়ি দিতে হয়েছে তাঁদের। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার কয়েক বছর পর তাঁর বাবার মৃত্যু হয়।

আরও পড়ুন
আরও পড়ুন