‘রক্ত না ভালোবাসা?’—জয়ার ডিয়ার মা ট্রেলারে নতুন প্রশ্ন

‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান। অভিনেত্রীর ফেসবুক থেকে

অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন।

‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে।

ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়।

‘ডিয়ার মা’ সিনেমার পোস্টারে জয়া আহসান ও ধৃতিমান চ্যাটার্জি। জয়া আহসানের ফেসবুক

পুলিশের কাছে মেয়ের নামে মিসিং ডায়েরি করেন জয়া। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। আপাতদৃষ্টে গোটা ব্যাপারটা যতটা সহজ–সরল মনে হয়, হয়তো ততটা সহজ নয়। মেয়ের ব্যাপারে সব কি সত্যি বলছেন জয়া? কিছু গোপন রাখা হচ্ছে না তো?

যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে কি সত্যি জিততে পারবে ভালোবাসা? মায়ের প্রতি মেয়ের ঘৃণার নেপথ্যে রয়েছে কোন গভীর কারণ? মা–মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কি লুকিয়ে রয়েছে কোনো অজানা ইতিহাস? সেটা জানা যাবে ১৮ জুলাই সিনেমাটি মুক্তির দিনে।

আরও পড়ুন

জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ।

সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

‘ডিয়ার মা’ হতে যাচ্ছে তিন মাসে জয়ার চতুর্থ সিনেমা। গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। এ ছাড়া এবারের ঈদের আলোচিত দুই সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এ দেখা গেছে জয়াকে। কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং উপলক্ষে জয়া এখন রয়েছেন কলকাতায়। ছবির শুটিং শেষ পর্যায়ে। এরপরই তিনি যুক্ত হবেন ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে।

‘ডিয়ার মা’ সিনেমার পোস্টার থেকে। জয়া আহসানের ফেসবুক থেকে