কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে থাকবেন এই বলিউড তারকারা

শাহরুখ খান পশ্চিমবঙ্গ সরকারের শুভেচ্ছাদূত

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কলকাতার ১০টি প্রেক্ষাগৃহে হবে চলচ্চিত্র প্রদর্শনী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতা উৎসব নিয়ে কথা বলেছেন।

তিনি বলেছেন, এবারের উৎসবে বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন। তবে অমিতাভ ও জয়া বচ্চনের যোগদান নিশ্চিত হলেও শাহরুখ খানের যোগ দেওয়া এখনো নিশ্চিত হয়নি। শাহরুখ খান পশ্চিমবঙ্গ সরকারের শুভেচ্ছাদূত। এবারের উৎসবে আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসসহ মুখ্যমন্ত্রী মমতাও। এবার বসবে কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। গত বছরের এ উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল শবনম ফেরদৌসের পরিচালিত ছবি ‘আজব কারখানা’।

গত বছরের এ উৎসবে ৪০টি দেশের ১৬৩টি ছবি অংশ নিয়েছিল। ছবিগুলোর মধ্যে ছিল ১০৩টি ফিচার ফিল্ম, ৫৮টি স্বল্পদৈর্ঘ্য ছবি। ৭১টি দেশের ১ হাজার ৬৯৮টি ছবি থেকে ১৬১টি ছবি বাছাই করা হয়েছিল।

আরও পড়ুন