সিয়ামের নায়িকা, এ আবার কোন সুস্মিতা

ইধিকা পাল নয়, ‘বরবাদ’ নির্মাতা মেহেদি হাসানের নতুন সিনেমা ‘রাক্ষস’–এ সিয়াম আহমেদের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। অভিনয়, নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের গুঞ্জন—সব মিলিয়ে আগে থেকেই আলোচনায় এই অভিনেত্রী। আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সুস্মিতা সম্পর্কে।

১ / ১২
১৯৯৯ সালের ১৫ নভেম্বর পশ্চিমবঙ্গের আসানসোলে জন্ম সুস্মিতার। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সুস্মিতা পরে নাম লেখান সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
২০২১ সালের ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক সুস্মিতার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
এরপর গত কয়েক বছরে তাঁকে দেখা গেছে ‘কাছের মানুষ’, ‘খেলা যখন’, ‘চেঙ্গিস’, ‘শিবপুর’, ‘মৃগয়া: দ্য হান্ট’ ইত্যাদি সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
সিনেমা ছাড়া সুস্মিতা আলোচনায় আসেন নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জন দিয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
সিনেমার প্রিমিয়ারসহ নানা জায়গায় একসঙ্গে দেখা গেছে তাঁদের। প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সুস্মিতা অবশ্য বলছেন তাঁরা ‘ঘনিষ্ঠ বন্ধু’। অল্প দিনেই খুব কাছাকাছি এসেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সুস্মিতা বলেন, ‘অতীতে আমার সঙ্গে একজনের আড়াই-তিন বছরের একটি সম্পর্ক ছিল। যদিও সে ইন্ডাস্ট্রির কেউ নয়, কিন্তু তার কথা কি কেউ জানতে পেরেছে কখনো? তার সঙ্গে কি আমি ছবি দিয়ে বেড়াতাম, নাকি প্রকাশ্যে সেই সম্পর্কের কথা এনেছিলাম? আসলে সেটা আমার প্রেম ছিল, যেটা আমার ব্যক্তিগত বিষয় ছিল। সেই কথা সবাইকে জানানোর নয়। সৃজিতের সঙ্গে প্রেম থাকলে, সেটা আমি গোপন করতাম। ভালো বন্ধুত্ব থাকাটা নিশ্চয়ই দোষের নয়!’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হয়েও অভিনয়ে আসা প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তবে চাকরি না করে, এই পেশায় এসেছি অনেক প্যাশন, ভালোবাসা নিয়ে। অনেক লড়াই করছি। কে কী বলল, ভাবলে চলবে না আমার।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
পর্দায় নানা ধরনের চরিত্রে দেখা গেছে সুস্মিতাকে। সম্প্রতি ‘মৃগয়া’ সিনেমায় তাঁকে দেখা গেছে আইটেম গানে নাচতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
অল্প দিনের ক্যারিয়ারে যেমন আলোচিত কাজ করেছেন, তেমনই এমন সিনেমা করেছেন যেগুলো না করলেও চলত। এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘এখন বুঝতে পারি, তখন সেগুলো না করলেই হতো। কিন্তু তার জন্য নিজেকে দোষারোপ করি না। কারণ, ইন্ডাস্ট্রিতে তখন আমি নতুন। তখন অতটা বোঝা যায় না, কোনটা ভালো আর কোনটা খারাপ।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১০ / ১২
তাই এখন বুঝেশুনে পা ফেলতে চান সুস্মিতা। তাঁর ভাষ্যে, ‘এখন আমি খুবই বুঝে পা ফেলতে চাই। এখন আমার কাছে গল্প এবং চরিত্র দুটোই গুরুত্বপূর্ণ। কোনো চিত্রনাট্য পড়ার সময় আগে দেখি আমার চরিত্রটা বাদ দিয়ে দিলে গল্পের কোনো পরিবর্তন হচ্ছে, না একই রয়েছে। তারপর আমি সিদ্ধান্ত নিই। আমি জানি প্রক্রিয়াটা কঠিন। কিন্তু আমার প্রথম ছবিতে সুযোগ পাওয়াটাও ততটাই কঠিন ছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
কাজের বাইরে সুস্মিতাকে ঘুরতে দেখা যায়, প্রায়ই ছুট দেন দেশ–বিদেশের পর্যটন গন্তব্যে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
নতুন খবর—মেহেদি হাসানের ‘রাক্ষস’–এ সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকে। ছবির শুটিং শুরু হচ্ছে চলতি মাসেই। জানা গেছে, সিনেমাটির বড় অংশের শুটিং হবে বিদেশে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে