প্রচণ্ড গরম, এসি নষ্ট, শাকিবের ‘তাণ্ডব’ দেখতে গিয়ে যা যা হলো
ঈদুল আজহায় ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। শাকিব খান অভিনীত সিনেমাটি দেখতে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার শোতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। সুযোগটা কাজে লাগিয়েছেন টিকিট কালোবাজারিরা। সিনেমা দেখতে আসা দর্শকেরা দ্বিগুণ দামে কালোবাজারির কাছ থেকে টিকিট ক্রয় করতে বাধ্য হয়েছেন। দ্বিগুণ দামে সিনেমার টিকিট কিনে দর্শকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সিনেমা দেখার পুরো সময় প্রেক্ষাগৃহের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। তীব্র গরমে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের এসি বন্ধ রাখার কারণে প্রদর্শনীর মধ্যেই চিৎকার শুরু করেন দর্শকেরা। ক্ষোভ ঝাড়েন কর্তৃপক্ষের ওপর।
স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ‘তাণ্ডব’ দেখতে আসেন ৪৩ বছর বয়সী মাসুদ আলম। প্রদর্শনী শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘“তাণ্ডব” দেখতে এসে তাজ্জব হয়ে গেলাম! এই গরমে কেউ এসি বন্ধ রাখে! আমার মেয়েরা গরমে কান্নাকাটি করছিল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দর্শকের সঙ্গে এটা এক রকম প্রতারণা। টিকিটের সঙ্গে দর্শকের কাছ থেকে এসি চার্জ নেওয়া হয়, তারপরও যদি দর্শকেরা এই সেবা না পায়, তাহলে কেমন কী!’
দুই বন্ধুকে নিয়ে ‘তাণ্ডব’ দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল হাসান।
প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভাই, কেউ দেখলে কি বলবে সিনেমা দেখে আসছি? মনে হচ্ছে তো নব্বই মিনিট ফুটবল খেলেছি। এই গরমে এটা অমানবিক। আমাদের পাশের এক মুরব্বিকে দেখে ভয় পেয়েছিলাম, তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে গিয়েছিলেন।’
প্রদর্শনী শেষে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান দর্শকেরা। কর্তৃপক্ষও নিজেদের ভুল স্বীকার করে তাঁদের বোঝানোর চেষ্টা করেছে।
প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ প্রথম আলোকে বলেন, ‘মেশিনজাতীয় জিনিস টানা বন্ধ থাকলে সমস্যা দেখা দেয়। তবে এমন ঘটনা আমাদের জন্য প্রথম। একটা এসিতে সমস্যা দিয়েছে। আমরা চেষ্টা করছি, খুব দ্রুত যেন সমাধান করা যায়। নতুন কোনো এসি সংযোজন করা যায় কি না, তা–ও চিন্তা করছি আমরা।’
গতকাল বিকেল থেকেই মধুমিতার সামনে উপচে পড়া দর্শক দেখা গেছে। কাউন্টারে টিকিট না পেয়ে অধিক দামে কালোবাজারি থেকে টিকিট কেটেছেন অনেকেই। হলের গেটে তাঁদের টিকিট বিক্রি যেন হল কর্তৃপক্ষের নীরব সমর্থনেই হয়েছে।
উল্লেখ্য, এই ছবি দিয়েই বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হয়েছে সাবিলা নূরের। এ ছাড়া ছবিতে আছেন আফজাল হোসেন, জয়া আহসানসহ আরও অনেকে।