‘মেসি তোমাকে নিয়ে যা লিখব, তাই কম’

খেলা নিয়ে তারকাদের উন্মাদনার শেষ নেই। গত রাতে আর্জেন্টিনার বিজয় সেই কথাই মনে করিয়ে দেয়। বিজয়ের পর রাতেই তারকারা কেউ কেউ কেক কেটে উদ্‌যাপন করেছেন। কেউ শতভাগ সফলতা মেসিকে দিয়েছেন। তারকাদের সেই উদ্‌যাপন দেখুন ছবিতে।
১ / ৮
চিত্রনায়িকা মাহিয়া মাহি আবেগে রাতেই কেক কেটে আর্জেন্টিনার বিজয় উদ্‌যাপন করেছেন। লিখেছেন, ‘শুভকামনা আর্জেন্টিনা।’ কেকে ছিল আর্জেন্টিনার পতাকার রং।
ছবি: সংগৃহীত
২ / ৮
অনেকটাই আবেগময় স্ট্যাটাস দিয়েছেন গায়ক ইমরান মাহমুদুল হক। তিনি লিখেছেন, ‘প্রথম ম্যাচে হেরে যাওয়া দলটি আজ ফাইনালে। এটা একটি শিক্ষা।’
ছবি: সংগৃহীত
৩ / ৮
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সাংবাদিকের করা প্রশ্ন তুলে দিয়ে শুভকামনা জানিয়েছেন মেসিদের। যেখানে সাংবাদিক মেসিকে বলেন, ‘মেসি মানেই আর্জেন্টাইনদের কাছে ইমোশনের নাম। যেখানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে মেসির টি–শার্ট পরেনি, এমনকি একটি শিশু পর্যন্ত। এই ভালোবাসা বিশ্বকাপের চেয়েও কম কিসে। এখান থেকে কেউ আপনাকে ফেরাতে পারবে না।’
ছবি: সংগৃহীত
৪ / ৮
তরুণ গায়িকা লায়লা লিখেছেন, ‘মেসি তোমাকে নিয়ে যা লিখব, তাই কম।’
ছবি: সংগৃহীত
৫ / ৮
ব্রাজিলের সমর্থক অভিনেতা আবদুন নূর সজল লিখেছেন, ‘কি দুর্দান্ত একটি খেলা। লিওনেল মেসি একাই একশ। অভিনন্দন মেসি।’
ছবি: সংগৃহীত
৬ / ৮
গায়িকা পুতুল লিখেছেন, ‘স্বপ্ন ছোঁয়ার একটা সিঁড়ি বাকি। মেসিবাহিনী সেই সিঁড়িতে পা রাখল বলে...মেসির হাতেই লেখা হবে বিশ্ব ফুটবলের মহাকাব্য।’
ছবি: সংগৃহীত
৭ / ৮
তরুণ গায়ক অয়ন তালুকদার লিখেছেন, ‘মেসির হাতে কাপটা দেখলে কি তাঁর বন্ধু নেইমার খুশি হবে, না মন খারাপ হবে? অবশ্যই খুশি হবে! নেইমারের খুশিই আমার খুশি।’
ছবি: সংগৃহীত
৮ / ৮
‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেছেন,‘খেলা ফাইনাল। বরাবরের মতোই ওই দিন মানে ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার পক্ষে আমি লড়ব ১২ তম প্লেয়ার হয়ে! মাঠের বাইরে ইনশা আল্লাহ। এত ভালো লাগে ক্যারে।’
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন