মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবুককে চেনেন কি

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করায় মরক্কোর ফুটবল দল ভাসছে প্রশংসায়। বিশ্বকাপে দলটির অন্যতম আলোচিত খেলোয়াড় আশরাফ হাকিমি। তাঁর জীবনসংগ্রামের কথা এত দিনে জেনে গেছেন অনেকেই। তবে ফুটবল বদলে দিয়েছে আশরাফের জীবন। বিশ্বকাপের সময় আশরাফের সঙ্গে আলোচনায় উঠে আসে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুকের নামও। কারণ, ফুটবল ও বিনোদন দুনিয়ার দুই বাসিন্দা যে বাস্তব জীবনে স্বামী–স্ত্রী। ছবিতে জেনে নেওয়া যাক হিবা আবুক সম্পর্কে নানা তথ্য।

১ / ৮
১৯৮৬ সালের ৩০ অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্ম হয় হিবা আবুকের। স্পেনে জন্ম হলেও তাঁর শরীরে রয়েছে তিউনিসিয়ান ও লেবাননের পূর্বপুরুষদের রক্ত
ছবি : ইনস্টাগ্রাম
২ / ৮
আরবি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। পরে ডিগ্রি নেন নাটকেও
ছবি : ইনস্টাগ্রাম
৩ / ৮
স্প্যানিশ, আরবি ছাড়াও ফরাসি, ইংরেজি ও ইতালিয়ান ভাষা বলতে পারেন হিবা আবুক
ছবি : ইনস্টাগ্রাম
৪ / ৮
২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে অভিনয়ে অভিষেক হয় হিবার। তবে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন আরও কয়েক বছর পর
ছবি : সংগৃহীত
৫ / ৮
টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’-এ ফাতিমা চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন। এটিই ছিল কেন্দ্রীয় চরিত্রে তাঁর প্রথম অভিনয়। সিরিজটি ৫০ লাখের বেশি মানুষ দেখে
ছবি : আইএমডিবি থেকে নেওয়া
৬ / ৮
টিভি সিরিজ ছাড়াও তাঁকে দেখা গেছে আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায়
ছবি : সংগৃহীত
৭ / ৮
মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। হিবা ও হাকিমির সংসারে দুই ছেলে। প্রথম সন্তানের জন্ম ২০২০ সালে, দ্বিতীয়জনের চলতি বছরের ফেব্রুয়ারিতে
ছবি : ইনস্টাগ্রাম
৮ / ৮
চলতি বছর ভোগ অ্যারাবিয়ার ফটোশুটে অংশ নেওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন এই তারকা দম্পতি
ছবি : সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন