চ্যানেল আইয়ে ‘চাঁদের হাট’, আরটিভিতে ‘মুশকিল আসান কোম্পানি’; আজ আরও যা দেখবেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটকসহ বৈচিত্র্যময় আয়োজন রেখেছে টেলিভিশন চ্যানেলগুলো। আজ ঈদের দিন কোথায় কী থাকছে, তা নিয়ে এই আয়োজন।

‘চাঁদের হাট’ নাটকের দৃশ্যচ্যানেল আইয়ের সৌজন্যে

এটিএন বাংলা

বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রজাপতি মন’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ঠিক বেঠিক। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভাঙা আয়নার গল্প’। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘পিঞ্জর’। অভিনয়ে নিলয়, হিমি, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’। রাত ১১টায় টেলিফিল্ম ‘কোটি টাকার চেয়ারম্যান’। অভিনয়ে নিলয়, হিমি।

চ্যানেল আই

বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ক্ষতিপূরণ’। অভিনয়ে ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ছোটকাকু রহস্য’। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ আফজাল হোসেন, পরিচালনায় অনিমেষ আইচ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মন মঞ্জিলে’। অভিনয়ে তৌসিফ, তটিনী।

এনটিভি

বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘একটি পুরানো ছবি’। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘কোটিপতি’। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘ডাকাইতের দল’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১১টায় একক নাটক ‘আবেগ’। অভিনয়ে জোভান, আইশা খান।

আরটিভি

বিকেল ৫০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’। শিল্পী: রোমিও ব্রাদার্স। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘সানগ্লাস ফ্যামিলি’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টায় একক নাটক ‘লেডি যমজ’ অভিনয়ে মানসী প্রকৃতি, তন্ময় সোহেল। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান কোম্পানি।’ অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক মিস্টার নেগেটিভ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় ধারাবাহিক নাটক কনটেন্ট অব দ্য ইয়ার। অভিনয়ে যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, ইফফাত আরা তিথি।

‘সানগ্লাস ফ্যামিলি’ নাটকের দৃশ্য
আরটিভির সৌজন্যে

বাংলাভিশন

বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘উটের মাংস’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন। বিকেল ৫টা ৪০ মিনিটে নাটক ‘মি. ঝামেলা’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘মেমোরি লস’। অভিনয়ে নিলয়, মাহি। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘লোভী জামাই’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।


বৈশাখী টেলিভিশন

বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী সালমা ও তাঁর দল। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্য রকম ঈদ আনন্দ’। বিকেল ৫টা ৫০ মিনিটে ধারাবাহিক নাটক ঘরজামাইদের বাড়ি। অভিনয়ে ডা. এজাজ, ফারজানা ছবি, অ্যালেন শুভ্র। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক জোকার জলিল। অভিনয়ে মীর সাব্বির, ফারজানা আহসান মিহি, বড়দা মিঠু। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক জার্নি টু লন্ডন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ঘর ছাড়া। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক উভয়সংকট। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক কাস্টিং আউচ। অভিনয়ে খায়রুল বাসার, রিয়া ঘোষ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক বিউটি এখন নায়িকা। অভিনয়ে অ্যালেন শুভ্র, সারিকা।

আরও পড়ুন