বাজল শেষের বাঁশি

২০১৮ সালের ৩ জুন এইচবিওতে শুরু হওয়া সিরিজটি চতুর্থ সিজনে এসে শেষ হচ্ছে
আইএমডিবি

‘গেম অব থ্রোনস’-এর মতো সাধারণ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়নি, তবে অনেক সমালোচকের মতে গত এক দশকে প্রচারিত সেরা সিরিজ ‘সাকসেশন’। আজ প্রচারিত হবে সিরিজটির শেষ পর্ব।

২০১৮ সালের ৩ জুন এইচবিওতে শুরু হওয়া সিরিজটি চতুর্থ সিজনে এসে শেষ হচ্ছে। ‘সাকসেশন’ রয় পরিবারের গল্প, দুনিয়ার অন্যতম প্রভাবশালী মিডিয়া কোম্পানির যারা মালিক। এই রয় পরিবারের কর্তা লোগান যখন কোম্পানির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন, তখনই অন্যদিকে মোড় নেয় ঘটনা। রয়ের ছেলেমেয়েদের মধ্যে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে শুরু হয় আলোচনা।

গত কয়েক বছরে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া অন্যান্য সিরিজের মতো থ্রিল, অ্যাকশন, রহস্যের কোনোটিই ‘সাকসেশন’-এ নেই, এই সিরিজের মূল উপজীব্য মেলোড্রামা।

‘সাকসেশন’ মূলত ফ্যামিলি ড্রামা, সঙ্গে ডার্ক কমেডির মিশেলও আছে। আপাতদৃষ্টে সাধারণ এক গল্প অসাধারণ হয়ে উঠেছে চিত্রনাট্যের জোরেই। অ্যাকশন, টুইস্ট, একের পর এক ঘটনা না দেখিয়েও কেবল পরিবারের গল্প দিয়েই যে দর্শক ধরে রাখা যায়, তার অন্যতম উদাহরণ এই সিরিজ।

ধারালো সংলাপ, মানানসই আবহসংগীত আর দুর্দান্ত অভিনয়ের গুণে সিরিজটি সমালোচকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে। রটেন টমাটোজে সিরিজটির গড় স্কোর ৯৫ শতাংশ, মেটাক্রিটিকে ৮৫। ২০২১ সালে ‘বিবিসি কালচার’ ২০৬ জন সমালোচক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একুশ শতকের সেরা ১০০ টিভি সিরিজের তালিকা করে, যেখানে ১০ নম্বরে ছিল ‘সাকসেশন’। রোলিং স্টোনের করা ১০০ সেরা সিরিজের তালিকায় এটি ১১ নম্বরে স্থান পায়।

ধনী পরিবারের ভেতরের গল্প নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে সিরিজটিতে। বড় কোনো কিছু হয়ে গেলে পরিবারের মধ্যে কী চলে, সেটা ‘সাকসেশন’-এর মতো বিস্তারিত করে খুব কম সিরিজ বা সিনেমাতেই দেখা গেছে। ধনকুবেরদের জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন ধরনের ধারণা আছে। কিন্তু এত অর্থবিত্তের মালিক হয়েও একাকিত্ব, চাপ সামলাতে কতটা সংগ্রাম করতে হয়, সিরিজটিতে সেটা খুব ভালোভাবে এসেছে। ‘সাকসেশন’ মূলত ফ্যামিলি ড্রামা, সঙ্গে ডার্ক কমেডির মিশেলও আছে।

‘সাকসেশন’–এর পোস্টার
আইএমডিবি

আপাতদৃষ্টে সাধারণ এক গল্প অসাধারণ হয়ে উঠেছে চিত্রনাট্যের জোরেই। অ্যাকশন, টুইস্ট, একের পর এক ঘটনা না দেখিয়েও কেবল পরিবারের গল্প দিয়েই যে দর্শক ধরে রাখা যায়, তার অন্যতম উদাহরণ এই সিরিজ।

আরও পড়ুন

শেষের বাঁশি বাজায় ভক্তদের মতো সিরিজটির স্রষ্টা জেসে আর্মস্ট্রংয়েরও মন খারাপ। হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই মন খারাপ। দুর্দান্ত অভিনয়শিল্পী, লেখক, কলাকুশলীসহ পুরো টিমকে মিস করব।’
‘সাকসেশন’-এ লোগান রয় চরিত্রে অভিনয় করেছেন ব্রায়ান কক্স। অন্যান্য চরিত্রে আছেন হিয়াম আব্বাস, নাটালি গোল্ড, নিকোলাস ব্রাউন, কির‍্যান কালকিন।

এমন জনপ্রিয় সিরিজের শেষ নিয়ে ভক্ত-দর্শকদের আগ্রহের কমতি থাকে না। যেমন ‘গেম অব থ্রোনস’-এর শেষ নিয়েও দ্বিধা–বিভক্তি আছে ভক্তদের মধ্যে। দিন কয়েক আগে লোগান রয় চরিত্রে অভিনয় করা ব্রায়ান কক্সও জানিয়েছেন, সিরিজের শেষটা তাঁরও মনঃপূত হয়নি।

‘সাকসেশন’–এর একটি দৃশ্য
আইএমডিবি

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শেষ সিজনে শেষের টুইস্টকে অনেক আগেই দেখিয়ে দেওয়া হয়েছে। তবে শেষ যা–ই হোক, ভক্তরা নিশ্চিত আগামী এমিতে গুরুত্বপূর্ণ সব পুরস্কারও বাগাবেন সিরিজের পাত্র–পাত্রীরা।