প্রত্যাশা বাড়িয়ে বছর শুরু

বছরের শুরুতেই ‘কঞ্জুস’, ‘লাভ স্টেশন’সহ বেশ কয়েকটি নাটক আলোচিত হয়েছেছবি: কোলাজ

নাটকের জন্য গত বছরটা খুব একটা ভালো যায়নি। গত পবিত্র ঈদুল আজহার পর থেকে প্রচারিত নাটকগুলো তেমন সাড়া জাগাতে পারেনি। তা ছাড়া বছরজুড়েই নাটকে ছিল শিল্পীসংকট। যে কারণে একই মুখ ঘুরেফিরে আসায় দর্শকও আগ্রহ হারিয়েছেন। নাটকের প্রতিষ্ঠিত তারকারা ঝুঁকেছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। যাঁরা বছরজুড়ে শুধুই নাটকেই অভিনয় করে গিয়েছেন, তাঁরাও সংখ্যার চেয়ে কাজের মানে গুরুত্ব দিয়েছেন। অনেকেই কাজ কমিয়ে দিয়েছেন। এসব অভিনয়শিল্পী নতুন বছরকে টার্গেট করে কাজ করে গিয়েছেন। বছর শুরু হতে না হতেই মিলছে সাফল্য।

নতুন বছরের প্রথম দিনেই প্রচারিত হয় কাজলের দিনরাত্রি। নাটকটি প্রচারের পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসে। নাটকটির পরিচালক ভিকি জাহেদ। এতে অভিনয় করে প্রশংসিত হন তৌসিফ মাহবুব ও মেহজাবীন চৌধুরী। বিশেষ করে নজর কাড়েন মেহজাবীন। নাটকটিতে যিনি হাজির হয়েছিলেন ২২ বছরের তরুণীর লুকে। তবে এমন একটি চরিত্র করেন, দেখতে ২২ বছরের তরুণী মনে হলেও মানসিকভাবে তাঁর বয়স ১৩ বছর। মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনেত্রীকে পুরো নম্বর দিচ্ছেন ভক্তরা।

‘কঞ্জুস’ নাটকে কৃপণ চরিত্রে মুশফিক আর ফারহান ও স্ত্রীর চরিত্রে তানজিন তিশা প্রশংসিত হন
ছবি: সংগৃহীত

এ নাটক নিয়ে আলোচনার কয়েক দিন পরই প্রচারিত হয় মহিদুল মহিমের কঞ্জুস। নাটকে কৃপণ চরিত্রে মুশফিক আর ফারহান ও স্ত্রীর চরিত্রে তানজিন তিশা প্রশংসিত হন। এ ছাড়া অপূর্ব ও ফারিণ অভিনীত অনিক অনিকা, নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি অভিনীত উচিত কথা, সম্প্রতি মুক্তি পাওয়া জোভান ও পড়শী অভিনীত লাভ স্টেশনও আছে আলোচনায়। শেষের নাটকটিতে প্রথমবার গায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান। নাটকটি দেখা হয়েছে ৬০ লাখবার।

নাটক ও ওটিটি দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। গত বছর মেহজাবীন অভিনীত চরকির ওয়েব ফিল্ম রেডরাম, হইচইয়ের ওয়েব সিরিজ সাবরিনা প্রচারিত হয়। ওয়েবের সঙ্গে নাটকেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। তবে বছরের একটা সময়ে হঠাৎই নাটক থেকে দূরে সরে যান। মেহজাবীন বলেন, ‘এখন সব মাধ্যমেই কাজ করে যাব। ভালো গল্পে কাজ করতে চাই। আগে প্রচুর নাটকে অভিনয় করেছি। একসময় ভক্তরাই চাইছিলেন যেন কাজ কম করি। এখন কম কাজ করেও ভালো সাড়া পাচ্ছি। নতুন বছরে মুক্তি পাওয়া কাজলের দিনরাত্রি নিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমার মনে হয়, এর পেছনে কারণ হতে পারে সময় নিয়ে কাজগুলো করতে পারছি। চলতি বছরেও বেছে বেছে কাজ করব। অযথা সংখ্যা বাড়াতে চাই না।’

শুধু প্রশংসাই নয়, সম্প্রতি প্রচারিত নাটকগুলো অল্প সময়েই এনে দিচ্ছে মিলিয়ন ভিউ। কঞ্জুস নাটকটি যেমন মাত্র ছয় দিনে কোটি ভিউ অর্জন করেছে। এখন নাটকটির ভিউ প্রায় ১ কোটি ৭০ লাখ। কঞ্জুস অভিনেতা মুশফিক আর ফারহানের আরেকটি নাটক বিয়ের ডাবল সাইড ইফেক্ট নাটকটিরও দর্শক ভিউ ৯২ লাখ। বছরের শুরুতে এমন সাফল্য প্রসঙ্গে মুশফিক বলেন, ‘দর্শকদের কাছ থেকে সাড়া পেলে দায়বদ্ধতা বেড়ে যায়। বিশেষ একটি কারণে আমার আরও ভালো লাগছে—বছরের প্রথমেই কঞ্জুস দর্শক পছন্দ করেছেন। একটি পরিবারের গল্প দর্শক কীভাবে নেবেন, সেটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কারণ, এ ধরনের কাজ দর্শক পছন্দ করলেও ভিউ সেভাবে হয় না। কিন্তু কঞ্জুস আমাকে চমকে দিয়েছে। ভবিষ্যতে প্রচারের তালিকায় থাকা আমার বেশির ভাগ নাটকই ব্যতিক্রম গল্পের। এখন গড়পড়তা কাজ করতে চাই না।’

তারকাদের কাজ এখন ভাগ হয়ে যাচ্ছে। কেউ ব্যস্ত ওটিটিতে, কেউ সিনেমায়। সেখানে নাটককে নিজের ঘর মনে করেই সময় নিয়ে কাজগুলো করতে চান জোভান। তবে ওটিটির সঙ্গে প্রতিযোগিতা করতে চান না ফারহান জোভান। সম্প্রতি তাঁর অভিনীত লাভ স্টেশন নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। জোভান বলেন, ‘২০২৩ সালে এটি আমার আমার প্রথম নাটক। এতটা সাড়া পাব, ভাবিনি। এটা সম্ভব হয়েছে দুই দিনের বদলে চার দিনে শুটিং করার কারণে। এখন একটি কাজ নিয়ে আলাদা সময় দিই। এখন ভালোবাসা দিবসের কাজগুলোও এভাবেই করছি। বছরজুড়েই এই ধারাবাহিকতায় কাজ করে যাব।’

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অপূর্ব, মেহজাবীন, ফারিণসহ ছোট পর্দার একাধিক তারকা গত বছর থেকে ওটিটিতে বেশি ব্যস্ত। যে কারণে নাটক করে যাওয়া তরুণ অভিনয়শিল্পী ও কলাকুশলীরা আলাদাভাবে ছোট পর্দার কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন। কঞ্জুস ও লাভ স্টেশন নাটকের পরিচালক মহিদুল মহিম বলেন, ‘কেন জানি না আমাদের দর্শক ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম বা সিনেমার সঙ্গে সব সময় নাটকের তুলনা করেন। এখানে প্রায় কোটি টাকার পার্থক্য। এই বিষয়গুলো মাথায় আনতে চাই না। নাটকে সিনেমাটিক লুক দিতে চাই।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন