‘রাফসান হক যেমনই হোক, সে সবাইকে বশ করে ফেলেছে’

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’-এর পোস্টার
ফেসবুক থেকে

রাফসান হক লোকটি সুবিধার নয়—এ কথা সবাই জানে। তবে ‘মন্দ লোক’ হলেও দর্শকেরা চায়, শেষ পর্যন্ত রাফসানই জিতুক। রাফসান হকের নাম দেখে দর্শক নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, কথা হচ্ছে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘পুনর্জন্ম’ নিয়ে। গতকাল শনিবার মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজি চতুর্থ ও শেষ কিস্তি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই অন্তর্জালে সাড়া ফেলে ভিকি জাহেদের কাজটির ট্রেলার। দর্শকেরা অপেক্ষায় আছেন, এবার কী হবে রাফসানের ভাগ্যে?

আরও পড়ুন

২০২১ সালে প্রচারিত হয় ‘পুনর্জন্ম’-এর প্রথম কিস্তি, একই বছর আসে দ্বিতীয়টি। মুক্তির পরই দর্শকের মধ্যে সাড়া ফেলে নাটকটি। তৈরি হয় রাফসান হকের আলাদা ভক্তশ্রেণি। এরপর গত বছর আসে সিরিজের তৃতীয় পর্ব, মাঝে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‘শুক্লপক্ষ’, যা ছিল ‘পুনর্জন্ম’ ইউনিভার্সেরই অংশ। এবার ঈদে আসছে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’।

শহরের বিখ্যাত শেফ রাফসান হক রান্না করলে কবজি ডুবিয়ে খেতে হয়। কেননা তাঁর রান্নার স্বাদই আলাদা।

‘পুনর্জন্ম ৩’ –তে মেহজাবীন
ছবি : সংগৃহীত

তবে রাফসানের রান্নার মধ্যে একটি  ‘কিন্তু’ রয়েছে। সেটা কি দর্শকেরা এত দিনে জেনে গেছেন? ‘পুনর্জন্ম’-এর রাফসান হক চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আগের তিন পর্বেই চরিত্রটির বিভিন্ন স্তর, অভিনয়, স্টাইল মিলিয়ে রাফসান হক হয়ে ওঠে দর্শকের খুব পছন্দের চরিত্র। প্রতিটি পর্বেই যখন মনে হচ্ছিল সে হেরে যাবে, তখনই গল্প ঘুরে গেছে ৩৬০ ডিগ্রি, শেষ মুহূর্তে নিজের খেল দেখিয়েছে রাফসান।

গতকাল মুক্তি পেয়েছে অন্তিম পর্বের ২ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি। এতে বিভিন্ন দৃশ্য, সংলাপ, অভিনয় দেখে দর্শকেরা মুগ্ধ হয়েছেন, জানিয়েছেন তাঁদের ভালোবাসার কথা। ইউটিউবে ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, ‘ট্রেলারটি যদি এত রোমাঞ্চকর হয়, পুরো পর্বে না জানি কী আছে।’

ঈদে আসছে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’
ফেসবুক থেকে

আরেক ভক্ত লিখেছেন, ‘এই অন্তিম পর্বের ট্রেলার দেখে তো গায়ে কাঁটা দিয়ে উঠল।’ ‘রাফসান হক যেমনই হোক, সে যেন সবাইকে বশ করে ফেলেছে, নইলে আমরা কেন তার ফ্যান,’ লিখেছেন আরেক ভক্ত।
ট্রেলারটিতে ক্যানিবালিজম বা নরমাংস ভক্ষণের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে শিউরে উঠেছেন অনেক দর্শক।

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ দিয়েই অনেক দিন পর টিভি নাটকে দেখা যাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এ ছাড়া দেখা যাবে নওশাবা, মুকুল সিরাজ, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেককে। ঈদের দ্বিতীয় দিনে দুই অংশে দেখা যাবে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। প্রথম অংশ চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে ও একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে দ্বিতীয় অংশ। সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’-এর শুটিং।