আলাল মাস্টারের পক্ষে দাঁড়াতে গিয়ে কঠিন সত্য আবিষ্কার...

‘একটি খোলা চিঠি’ নাটকের দৃশ্য। চ্যানেল আইয়ের সৌজন্যে

চ্যানেল আইয়ে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। এবার তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘একটি খোলা চিঠি’।

আরও পড়ুন

একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারটির প্রধান একজন স্কুলশিক্ষক। নীতিবান মানুষ। তার বড় মেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি।

ঢাকায় বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের মৃত্যু স্কুলশিক্ষক আলাল উদ্দিনের মানসিক পীড়নের কারণ হয়ে দাঁড়ায়।

‘একটি খোলা চিঠি’ নাটকের দৃশ্য। চ্যানেল আইয়ের সৌজন্যে

তার মতে, এটি অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে একজন সংবাদকর্মীকে খুনের অভিযোগ আছে।

এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার। চেয়ারম্যানের আলাল মাস্টারকে হুমকি দেন। কিন্তু আলাল মাস্টার অনড়, সত্যের পক্ষেই থাকবেন তিনি। ঠিক এমন সময়ে নাটকে যুক্ত হয় দুই ‘মৃত ব্যক্তি’। আলাল মাস্টারের পক্ষে দাঁড়াতে গিয়ে কিছু কঠিন সত্য আবিষ্কার করে তারা। ফিরে যাওয়ার সময় তারা একটি খোলা চিঠি দিয়ে যায়...।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, আশনা হাবিব ভাবনা, রওনক বিশাখা, ফারুক হোসেনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী।

‘একটি খোলা চিঠি’ নাটকটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।