শীতের সকালে এই রকম ছবি দেখলে কেমন লাগে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, পরীমনি, দীপা খন্দকারদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন নায়িকা পরীমনি। সেখানে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি জানি, শীতের সকালে এই রকম ছবি দেখলে কেমন লাগে।’
২ / ৫
অভিনেতা শতাব্দী ওয়াদুদের পছন্দের একজন ইন্তেখাব দিনার। গতকাল ছিল তাঁর জন্মদিন। তাঁকে জন্মদিনে শুভকামনা জানিয়ে শতাব্দী লিখেছেন, ‘শুভ জন্মদিন দিনার এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা এবং গলাবাজ আপনি। অবশ্যই আপনার কাছ থেকে আরও ভালো ভালো অভিনয় দেখতে চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ অভিনয়জীবন কামনা করছি, উল্লাস।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন দীপা খন্দকার। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যারা আমার দোষ ধরে আনন্দ পায় তাদের আরও একটু আনন্দ দিই, কি বলেন?’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৪ / ৫
গায়ক তবীব মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের ছাত্ররাজনীতি প্রসঙ্গে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি এক অদ্ভুত প্রাণী দেখেছি। এরা দুই পায়ে হাঁটে, কিন্তু মেরুদণ্ড ব্যবহার করে না। সকাল হলেই এরা কাউকে “ভাই” বলে সালাম দিতে দৌড়ায়, এত দ্রুত যে মনে হয় অলিম্পিকে নতুন ইভেন্ট যোগ হয়েছে, তেলবাজি স্প্রিন্ট।’
ছবি : তবীব মাহমুদের সৌজন্যে
৫ / ৫
‘একটা নির্জন দুপুর চাই’ নামের একটি নাটকের প্রচারণার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘আপনার সঙ্গে আমার কম দেখা হয়। যতটুকু হয়, হাসি দিয়ে কথা বলতে না পারলেও কঠিন করে কথা বলবেন না প্লিজ।’
কোলাজ