শুটিং শুরুর আগে সুবর্ণার উদ্যোগে লতা মঙ্গেশকরকে স্মরণ

তামিম মৃধা ও সুবর্ণা মুস্তাফা
ছবি: সংগৃহীত

সুবর্ণা মুস্তাফা অভিনীত সর্বশেষ নাটক লুকোচুরি লুকোচুরি গল্প ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। বদরুল আনাম সৌদ পরিচালিত এ নাটকে অভিনয়ের পর গেল দুই বছর নতুন কোনো নাটকে অভিনয় করেননি তিনি। এবার তিনি অভিনয় করলেন অতল স্বর্গের ডাক নামে এক ঘণ্টার নাটকে।

গত রোববার ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম ভ্যালি শুটিংস্পটে শুরু হয় এ নাটকের শুটিং। উপমহাদেশীয় সংগীতের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে এদিন এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে শুটিং শুরু হয়। পরিচালক জানালেন, সুবর্ণা মুস্তাফার উদ্যোগেই লতা মঙ্গেশকরের প্রয়াণের এই দিনে তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুটিং শুরু হয়।

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পাওয়ার কথা জানালেন সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, ‘খবরটি আমার জন্য কঠিন ছিল। কারণ, সেই ছোটবেলা থেকে এই কিংবদন্তির গানের সঙ্গে আমার পরিচয়। সেই সময় প্রতিদিনের সকালটা শুরু হতো তাঁর গান শুনে।’

অনেক দিন পর নাটকে কাজ করা প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এত দিন কোভিডের কারণেই করিনি। কারণ, কোভিডের মধ্যে কাজ করতে গিয়ে সমস্যা হতে পারে। এ জন্য কাজ করা থেকে বিরত ছিলাম আমি। এখন একটু পরিবেশ ভালো। ঢাকার বাইরে সুন্দর পরিবেশে, পুরোপুরি সেফটির মধ্যে কাজটি করছি। তবে উত্তরার লোকেশনে হলে কাজ করতাম না। কারণ, ওখানে শুটিংয়ে কোভিডের ব্যাপারে তেমন একটা সেফটি মেনটেইন করা হয় না।’

অনেকে বলেন, সাংসদ হওয়ার পর অভিনয় কমিয়ে দিয়েছেন সুবর্ণা মুস্তাফা। আপনি কী বলবেন? এই অভিনেত্রী বলেন, ‘এটা ঠিক নয়। আমি তো একজন অভিনেতা। কাজ করতে চাই। তবে সাংসদ পদটির গুরুত্ব আছে, দায়িত্বও আছে। কিন্তু অভিনয়ের সময় বের করা নিয়ে তেমন সমস্য নেই।’

নাটকটিতে একজন তারকা লেখিকা চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা। কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটির চিত্রনাট্য খুব সুন্দর। ভালোবাসা দিবসের নাটক হলেও অন্য রকম প্রেমের গল্প এটি। তা ছাড়া চয়নিকার সঙ্গে কাজ করতে ভালো লাগে। সে অনেক গুছিয়ে কাজ করে।’ নাটকটিতে সুবর্ণা মুস্তাফা যুক্ত হওয়া প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘সুবর্ণা আপার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এর মধ্যে একদিন আপাকে বললাম, চলেন একটা কাজ করি। আপা বললেন, “ভালো চিত্রনাট্য দাও।” দিলাম। কিছুদিনের মাথায় তিনি বললেন, “চলো, ঢাকার বাইরে গিয়ে ভালো কোনো লোকেশনে কাজটি করি।” এভাবেই শুটিং শুরু করি।’

অতল স্বর্গের ডাক নাটকের চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন। এই নাটকে আরও অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, তামিম মৃধা প্রমুখ।

আরও পড়ুন