আলোচিত ৫ তারকার ৪ জনই নারী

যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকে, নেট-দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। বছরের প্রায় সময়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এ তালিকায় শীর্ষ ৫-এর মধ্যে জায়গা পেয়েছেন তিনজনই নারী। ছবিতে দেখে নিতে পারেন আলোচিত তারকাদের নাম।
১ / ৫
আইএমডিবির ১২ হাজারতম অবস্থান থেকে এবার একেবারে শীর্ষে চলে এসেছেন অভিনেত্রী টিগান ক্রফট। ডিজনির একটি লাইভ অ্যাকশন সিনেমায় নাম লেখানোর কারণে ভক্তরা তাঁকে খুঁজছেন।
ছবি: আইএমডিবি
২ / ৫
আইএমডিবির এই তালিকায় ২ নম্বরে রয়েছে ফ্রান্সেসকা জুয়েরেব। তিনি মূলত ‘ল্যান্ডম্যান’ টেলিভিশন সিরিজ ঘিরেই আলোচনায় রয়েছেন।
ছবি: আইএমডিবি
৩ / ৫
সিরিজের মধ্যে এখনো আলোচনায় রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস।’ এই সিরিজ দিয়েই আলোচনায় রয়েছেন মিলি ববি ব্রাউন। তিনি তালিকায় শীর্ষ ৩ নম্বরে রয়েছেন।
ছবি: আইএমডিবি
৪ / ৫
‘স্ট্রেঞ্জার থিংস’–এর আরেক আলোচিত তারকা জেমি ক্যাম্পবেল বাওয়ার এ তালিকায় আলোচনায় রয়েছেন। ‘গেমস অব থ্রোন’ দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
অল্প বয়সেই অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন স্যাডি সিঙ্ক। এই অভিনেত্রীকেও দেখা গেছে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে। তিনি আলোচনায় শীর্ষ ৫–এ রয়েছেন।
ছবি: আইএমডিবি