কিছু মানুষ খোঁজ না নিলে কষ্ট পায়, কিন্তু...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান, পূজা চেরি, সোনিয়াদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
প্রযোজক ও পরিচালক মোহম্মদ মোস্তফা কামাল বরাবরই পরিবারকেন্দ্রিক নাটক নির্মাণ করেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘“তোমাদের গল্প” এবং “এটা আমাদেরই গল্প”–এর পরে আসছে নতুন ইউটিউব অরিজিনাল ফিল্ম “সম্পর্কের গল্প”, কিন্তু মূল চরিত্রে কারা কারা থাকছে জানেন কি?’ সেখানে জোভান লিখেছেন, ‘এরা কারা?’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন পূজা চেরি ও আফরান নিশো। তাঁদের দেখা যাবে রেদওয়ান রনির ‘দম’ সিনেমায়। আফরান নিশোর জন্মদিনে সহ–অভিনেতাকে নিয়ে পূজা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার নূর। “দম” শুটিং সেট থেকে শুভকামনা, ভাইয়া।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী নাজনীন হাসান লিখেছেন, ‘কিছু মানুষ খোঁজ না নিলে কষ্ট পায়, কিন্তু সে বা তারা আপনার কোনো খোঁজ নেয় না। অর্থাৎ দায়িত্ব বা কর্তব্য বোধ করিয়ে দেবে কিন্তু নিজে পালন করবে না। বোধ-বুদ্ধি সব হারিয়েছি, আমি এখন ভ্যাবলা হয়ে বাঁচতে ভালোবাসি।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
দীপা খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কিছু মানুষের জীবন আছে, না সব আছে ভালোবাসা ছাড়া। এই ছবিটা তেমন। সব আছে ফেস লাইট ছাড়া।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন থাকেন যুক্তরাষ্ট্রে। নিজের জীবনযাপন, সুস্থতা, দৈনন্দিন রুটিন নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বয়স ৪০, ওজন ৬০ কেজি।’ সেখানে এক ভক্ত মন্তব্য করেছেন উচ্চতা নিয়ে। উত্তরে সোনিয়া লিখেছেন, ‘৫ ফুট ৩ ইঞ্চি।’
ছবি: ফেসবুক থেকে