সেরা গায়ক–গায়িকার মনোনয়ন পেলেন যাঁরা

এবার দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরাকোলাজ

দর্শকের ভোটে চূড়ান্ত হয়েছে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার ২০২৪-এর তালিকা। প্রাথমিক পর্ব থেকে পর্যায়ক্রমে সেরা ১০, সেরা ৮, সেরা ৬ থেকে সেরা ৪ জনকে নিয়ে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হয়েছে। এবার দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা—

সেরা গায়িকা:
অবন্তী সিঁথি (বেঁচে যাওয়া ভালোবাসা: ‘দেয়ালের দেশ’)
তাসনিয়া ফারিণ (রঙে রঙে রঙিন হব)
দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল: ‘তুফান’)  
সোমনূর মনির কোনাল (রাজকুমার: ‘রাজকুমার’)

সেরা গায়ক:
ইমরান মাহমুদুল (কথা একটাই)
তাহসান খান (রঙে রঙে রঙিন হব)
প্রীতম হাসান (লাগে উরা ধুরা: ‘তুফান’)
মাহতিম শাকিব  (মেঘবালিকা: ‘কাছের মানুষ দূরে থুইয়া’)

আরও পড়ুন