ডিক্যাপ্রিওর পারিশ্রমিক নিয়ে সমস্যা নেই লরেন্সের

‘ডোন্ট লুক আপ’ ছবিতে গুরুত্বের বিবেচনায় জেনিফারের চরিত্রটি প্রথম দিকে থাকা সত্ত্বেও তাঁর থেকে অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন ডিক্যাপ্রিও
ইনস্টাগ্রাম

পুরুষ ও নারী অভিনয়শিল্পীর পারিশ্রমিক সমতা নিয়ে বরাবরই সোচ্চার জেনিফার লরেন্স। তবে নতুন এক সাক্ষাৎকারে জানা গেল, নতুন ছবিতে সহশিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে পারিশ্রমিক অসমতায় এই হলিউড অভিনেত্রীর সমস্যা নেই।
তাঁদের নতুন ছবি ‘ডোন্ট লুক আপ’ আসছে। সেখানে লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ছবিতে গুরুত্বের বিবেচনায় জেনিফারের চরিত্রটি প্রথম দিকে থাকা সত্ত্বেও তাঁর থেকে অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন ডিক্যাপ্রিও। এই ছবিতে জেনিফারের থেকে পাঁচ মিলিয়নের বেশি ডলার নিয়েছেন ‘টাইটানিক’ অভিনেতা।

জেনিফার সব সময়ই যেহেতু হলিউডে পুরুষ সহশিল্পীর সমান পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন, তাহলে এই ছবিতে কেন কম পারিশ্রমিক নিলেন? ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি উত্থাপিত হলে জেনিফার লরেন্স বলেন, ‘পারিশ্রমিকের সমতা নিয়ে জানতে চাওয়াটা আসলে খুবই অস্বস্তিকর। দেখুন, লিও বক্স অফিসে আমার থেকে ভালো ব্যবসা করে। আমি ভাগ্যবান এবং আমার পারিশ্রমিকের চুক্তিতে খুশি।’

‘ডোন্ট লুক আপ’ ছবিতে জেনিফারের থেকে পাঁচ মিলিয়নের বেশি ডলার নিয়েছেন ‘টাইটানিক’ অভিনেতা
রয়টার্স

তবে পারিশ্রমিক কম পেলে কী হবে? টপ বিলিংয়ে ঠিকই তা পুষিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। ছবির টপ বিলিংয়ে জেনিফার লরেন্সের নামই থাকবে। টপ বিলিং হলো ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনেতা। ছবির ক্রেডিট লাইন থেকে শুরু করে পোস্টারসহ সব জায়গায় টপ বিলিং অভিনয়শিল্পীর নাম সবার আগে আসে। তাই ‘ডোন্ট লুক আপ’ ছবিতে ক্যাপ্রিও পারিশ্রমিক বেশি পেলেও ক্রেডিট লাইনে ঠিকই আধা সেকেন্ড আগে দেখা যাবে জেনিফার লরেন্সের নাম। জেনিফার বলেন, ‘আমি কল শিটে প্রথম ছিলাম। সুতরাং আমি ভাবছি, ক্রেডিট লাইনেও তার প্রতিফলন থাকা উচিত। লিও এ ব্যাপারে বেশ সদয় ছিল।’

‘ডোন্ট লুক আপ’ ছবিতে টপ বিলিংয়ে জেনিফার লরেন্সের নামই থাকবে
ইনস্টাগ্রাম

ভ্যানিটি ফেয়ারকে দেওয়া ওই সাক্ষাৎকারে উঠে এসছে জেনিফারের জীবনের আরও গল্প। উঠে এসেছে তাঁর জনপ্রিয়তার কারণে জীবনে আসা চ্যালেঞ্জ, অনলাইনে যখন তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে যায়, তখনকার মানসিক অবস্থা এবং মা হতে যাওয়ার অভিজ্ঞতা।
ডোন্ট লুক আপ ছবিতে জেনিফার ছাড়া আরও অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, জোনা হিল, টিমোথি চ্যালামেট, আরিয়ানা গ্রান্ডে প্রমুখ। ডিসেম্বরে নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে।