‘চিলড্রেন অব হেভেন’ সিনেমার সেই ছোট্ট আলী এখন
ইরানি নির্মাতা মাজিদ মাজিদির বিখ্যাত সিনেমা ‘চিলড্রেন অব হেভেন’ অনেকেই দেখেছেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এতে আলী নামের এক শিশু চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন মির ফারুখ হাশেমিয়ান।